গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াড © সংগৃহীত
গেল বছর প্রথমবারের মত পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ৫ দল নিয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) আয়োজন করা হয়েছিল। আগামী ১০ জুলাই গায়ানায় জিএসএলের দ্বিতীয় আসর শুরু হচ্ছে।
আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেন্স ও সেন্ট্রাল স্ট্যাগস নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে এখনও স্কোয়াড ঘোষণা করেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
এদিকে গেল আসরে গায়ানার হয়ে খেললেও এবার দলটির স্কোয়াডে বাংলাদেশের তানজিম হাসান সাকিবের জায়গা হয়নি। যদিও শক্তিশালী দলই সাজিয়েছে তারা। দলটিতে ইমরান তাহির, মঈন আলী ও শিমরন হেটমায়ারের মতো তারকা ক্রিকেটার রয়েছেন। বাকি তিন বিদেশি হলেন রহমানউল্লাহ গুরবাজ, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্ক অ্যাডায়ার।
অন্যদিকে হোবার্ট হ্যারিকেন্স দলে ৪ বিদেশি ক্রিকেটার আছেন। শাহিবজাদা ফারহান, মোহাম্মদ নবি, মোহাম্মদ নাওয়াজ ও ওডেন স্মিথ স্কোয়াডে জায়গা পেয়েছেন।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াড: ইমরান তাহির, এভিন লুইস, জনসন চার্লস, মঈন আলী, শিমরন হেটমায়ার, সাউদ শাকিল, রোমারিও শেফার্ড, ডোয়াইন প্রিটোরিয়াস, গুড়াকেশ মোতি, আকিল হোসেন, রহমানউল্লাহ গুরবাজ, মার্ক অ্যাডায়ার, জোয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার এবং আমির জাঙ্গো।