এইচপি দলে কোচ সালাউদ্দিনের ছেলে

১২ জুন ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৫:৫১ PM
মোহাম্মদ সালাউদ্দিন ও নুহায়েল সানদিদ

মোহাম্মদ সালাউদ্দিন ও নুহায়েল সানদিদ © সংগৃহীত

বাংলাদেশ হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প শুরু হতে যাচ্ছে আজ (১২ জুন)। ২৮ জন ক্রিকেটারকে নিয়ে আগস্টের মাঝামাঝি পর্যন্ত এই ক্যাম্প চলবে। বুধবার (১১ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এদিকে ঘোষিত স্কোয়াডে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ জায়গা পেয়েছেন, সবশেষ ডিপিএলে চায়নাম্যান বোলিংয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সানদিদ ছাড়াও স্পিনারদের মধ্যে আরও আছেন নাঈম আহমেদ, স্বাধীন ইসলাম ও নাইম হোসেন সাকিব। এছাড়া স্পিন অলরাউন্ডারদের মধ্যে রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আশরাফুল হাসান ও ওয়াসি সিদ্দিকি রয়েছেন।

রিপন মণ্ডল, মারুফ মৃধার মত পেসারদের সঙ্গে মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল ও আব্দুর গাফফার জায়গা পেয়েছেন। পেস অলরাউন্ডার হিসেবে তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরীফ, আব্দুল্লাহ আল মামুন আছেন।

টপ-অর্ডার ব্যাটার হিসেবে মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, হাবিবুর রহমান সোহান ও আইচ মোল্লা এবং মিডল-অর্ডার ব্যাটারদের মধ্যে আরিফুল ইসলাম, প্রীতম কুমার ও আহরার আমিন ডাক পেয়েছেন।

এদিকে আজই ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ১৩-১৫ জুন পর্যন্ত স্ক্রিনিং টেস্ট হবে তাদের । পরদিন চট্টগ্রামে যাবেন যুবারা। সেখানে ১৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রথম পর্বের ট্রেনিং ক্যাম্প হবে। এরপর ১৫ জুলাই রাজশাহী সফরে যাবেন ক্রিকেটাররা । ১৬ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজশাহীতে দ্বিতীয় পর্বের ট্রেনিং ক‌্যাম্প চলবে।

বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কঠিনতম বক্তৃতাতেও বেগম জিয়ার রাজনৈতিক সংস্কৃতি থেকে সরলেন ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫