ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

আসিফ মাহমুদ-ফারুক আহমেদ
আসিফ মাহমুদ-ফারুক আহমেদ  © সংগৃহীত

মাত্র ৯ মাসের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির রদবদল হয়েছে। ফারুক আহমেদের স্থলাষিভিক্ত হয়েছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মূলত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন প্রত্যাহার ও প্রদানের ফলে একইদিনে এই দুই ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ মে) বিকেলে ৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের বিসিবি সভাপতি রদবদলের বিষয়টি ব্যাখ্যা করেন উপদেষ্টা।

প্রত্যাহারের কারণ সম্পর্কে উপদেষ্টা বলেন, 'প্রথমত এটা যেভাবে যাচ্ছে, এটা কোনো শাস্তি বা এ রকম কিছু নয়। বিগত ৯ মাসে বিসিবি নতুন নেতৃত্ব আসার পর যে প্রত্যাশা ছিল, সেটা হয়নি। প্রথম এই সরকার আসার পর পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজি জিতেছিল। এরপর থেকে ক্রমে অবনতি হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমরা যা করেছি পারফরম্যান্সের বিচারেই।'

ফারুকের মনোনয়ন প্রত্যাহারের পেছনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অব্যবস্থাপনাকে বড় অংশে দায়ী করেছেন উপদেষ্টা। তার ভাষ্যমতে, 'বিপিএলে দুর্বার রাজশাহী দলের পেমেন্ট ও টিম হোটেল ইস্যু নিয়ে সরকার পর্যন্ত গড়িয়েছিল, যা অবশ্যই বিব্রতকর। বিপিএল ফাইনালে সরকারপ্রধানের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আনতে পারিনি এটা অবশ্যই লজ্জাজনক। বিপিএলে অনেকগুলো অনিয়ম ও অবহেল ছিল, যেগুলো আপনারাই রিপোর্ট করেছেন। বিপিএল নিয়ে রিপোর্ট করেননি, এ রকম কেউ নেই। অনেক কিছুতেই ফারুকের সংশ্লিষ্টতা পেয়েছেন। ক্রিকেট একটা টিম, বিসিবিতে টিম হয়নি। বাকি যারা আছেন, তারা কেউই স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না, ক্রম অবনতির এটাও বড় কারণ। বিসিবির আরজি (পরিচালকদের অনাস্থা) ও বর্তমান পরিস্থিতি, সত্যানুসন্ধান রিপোর্ট সব কিছুর সম্মিলনেই এই মনোনয়ন প্রতাহার। কোনো দুর্নীতির প্রমাণ নয়, পারফরম্যান্সের কারণেই তাকে সরানো হয়েছে।’

এরপর নিজের উদাহরণ দিয়ে উপদেষ্টা বলেন, 'কোনো খেলোয়াড় যদি রেগুলার ব্যর্থ হয়, তাহলে কি তাকে নির্বাচকরা দলে রাখবে? এখানে সেটাই হয়েছে। এমনকি আমি যদি পারফর্ম না করতে পারি, আমিও পরিবর্তন হতে পারি।’

এ সময় বাফুফের প্রশংসা করে আসিফ মাহমুদ বলেন, 'ডেভলপমেন্ট সময় লাগে না বাফুফে ইতোমধ্যে প্রমাণ করতে পেরেছে। ফুটবলকে কেন্দ্র করে নতুন উন্মাদনা আশার সঞ্চার। ক্রিকেটের অবস্থা দিনকে দিন খারাপ করছে।’

ফারুক আহমেদ নিজ থেকে পদত্যাগ করেননি। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন প্রত্যাহারে বাধ্য হয়েছে। এ নিয়ে উপদেষ্টা বলেন, 'স্পোর্টস সেক্টরের কোনো কিছু গোপন থাকে না, আপনাদের কাছে চলেই যায়। উনি নিজে থেকে করতেন, তাহলে মনোনয়ন তুলে নিতে হতো না। স্পোর্টসের পরিবেশও এ রকম হতো না। জোরপূর্বক সভাপতি হিসেবে সরানো হয়নি।’

নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে বলেন, 'তিনি আইসিসিতে কাজ করতেন। সেখানে যে সম্মানী পেতেন, আমরা তা দিতে পারব না আর এখানে তো সিস্টেমও নেই। তাকে প্রস্তাব দেয়ার পর তিনি দেশের জন্য কাজ করতে চেয়েছেন।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence