হারের ম্যাচেও তানজিম সাকিবের বিশ্বরেকর্ড

তানজিম হাসান সাকিব
তানজিম হাসান সাকিব  © সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ। লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ রানের বড় ব্যবধানে হারের মধ্য দিয়েই সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা। তবে দলের হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও উজ্জ্বল এক অর্জনে নাম লেখালেন তানজিম হাসান সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার প্রথম ফিফটি—আর সেটিই আবার বিশ্বরেকর্ড গড়া ইনিংস। নয় নম্বরে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি করা দ্বিতীয় ব্যাটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি। তবে টেস্ট খেলুড়ে কোনো দেশের হয়ে এ কীর্তি গড়া তিনিই প্রথম। শুক্রবার (৩০ মে) পাকিস্তানের বিপক্ষে লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন তানজিম সাকিব।

এর আগে মাত্র ১২ দিন আগে (১৭ মে) অস্ট্রিয়ার অলরাউন্ডার হামিদ শাফি স্লোভেনিয়ার বিপক্ষে নয় নম্বরে নেমে ফিফটি করেন। যদিও ক্রিকেট বিশ্বে শক্তির বিচারে তানজিমের ইনিংসকেই অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

টি-টোয়েন্টির ইতিহাসে ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নয় নম্বরে নেমে ফিফটির ঘটনা ঘটেছে আরও ১৫ বার। বিপিএলেও এমন নজির আছে—২০১৬ সালে শ্রীলঙ্কার সেকুগে প্রসন্ন ৯ নম্বরে নেমে ফিফটি করেন।

তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে এই কীর্তির শুরু তানজিম সাকিবের হাত ধরেই। এর আগে এ পজিশনে সর্বোচ্চ স্কোর ছিল তাসকিন আহমেদের ৩১ রান (২০২3 সালে, শ্রীলঙ্কার বিপক্ষে)।

পাকিস্তানের ২০২ রানের জবাবে বাংলাদেশ থামে ১৪৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস আসে তানজিম সাকিবের ব্যাট থেকেই। বল হাতে ধারাবাহিক পারফরমার হিসেবে পরিচিত এই তরুণ এখন ব্যাটিংয়েও নিজের সম্ভাবনার জানান দিচ্ছেন। ম্যাচ শেষে ফলাফল যতই হতাশাজনক হোক, তানজিমের এই ব্যতিক্রমী ইনিংস নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!