৫৭ রানে জিতল পাকিস্তান, সিরিজ হার বাংলাদেশের

৩১ মে ২০২৫, ১২:৪৩ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৬:৪৪ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৭ রানের বড় ব্যবধানে হারের মুখ দেখল বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ম্যান ইন গ্রিনরা।

শুক্রবার (৩০ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওপেনার শাহিদজাদা ও নাওয়াজের ফিফটি এবং হারিসের ফিফটি ছোঁয়া ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করে দ্য গ্রিন ম্যানরা। জবাবে এক ওভার বাকি থাকতে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

২০২ রানের লক্ষ্য তাড়ায় মারমুখী মেজাজে শুরু করেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। প্রথম ওভারে ১৭ ও দ্বিতীয় ওভারে ১৪ রান নেন তিনি।

৩ ওভারে ৩৮ রান আসার পর চতুর্থ ও পঞ্চম ওভারে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ৫ চার ও এক ছক্কায় তানজিদ ১৯ বলে ৩৩ ও পারভেজ হোসেন ৮ রানে আউট হন।

৪৬ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায় বাংলাদেশ। ৭৭ রানে সপ্তম উইকেট পতনে হারের শঙ্কায় পড়ে টাইগাররা। এ সময় শততম টি-টোয়েন্টি খেলতে নামা অধিনায়ক লিটন দাস ৬, তাওহীদ হৃদয় ৫, জাকের আলি শূন্য, শামীম হোসেন ৭ ও রিশাদ ১ রান করেন।

শেষদিকে তানজিমের ৩০ বলে এক চার ও ৫ ছক্কায় ৫০ রানের কল্যাণে বড় হার এড়ায় বাংলাদেশ। ১৯ ওভারে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। আবরার আহমেদ ৩ উইকেট নেন। 

আগামী ১ জুন একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

এর আগে, ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ওপেনার সাইম আইয়ুবকে প্যাভিলিয়নে ফেরায় বাংলাদেশ। দলীয় ১২ রানের মাথায় ৪ বলে ৪ রান করে রান-আউট হয়ে ফেরেন এই ওপেনার। 

দ্বিতীয় উইকেট জুটিতে ১০৩ রান যোগ করেন শাহিবজাদা ও হারিস। এই জুটিতেই বড় পুঁজির স্বপ্ন বুনে স্বাগতিকরা। তবে ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলে ফেরেন তিনে নামা হারিস। অন্যপ্রান্তে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন দুইবার জীবন পাওয়া শাহিবজাদা। ৬ ছক্কার সঙ্গে ৪ চারে এই ইনিংস সাজান ফখর জামানের জায়গায় একাদশে ঢোকা এই ওপেনার।

আগের ম্যাচে দারুণ খেলা নাওয়াজ-ও ফিফটি ছুঁয়ে ফেলেন। ৩ ছক্কা আর ২ চারে তার ব্যাট থেকে ২৬ বলে ৫১ রানের হার না মানা ইনিংস আসে। 

দ্রুত এই দুই ব্যাটারকে হারানোর পর কিছুটা কমে পাকিস্তানের রান তোলার গতি। শেষদিকে ১২ বলে সালমান আগার ১৯ এবং শাদাব খানের ৭ রানের সুবাদে বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। 

সীমান্তবর্তী এলাকায় ৫০ কেজি গাঁজা জব্দ
  • ০৪ জানুয়ারি ২০২৬
ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
  • ০৪ জানুয়ারি ২০২৬
সিজিপিএ-৩.৯৮ পেয়ে স্নাতকে প্রথম হল সংসদের জিএস ও শিবির নেতা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্র যাচাই শেষে ইসির প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থী ১৮…
  • ০৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাক্ষাৎ
  • ০৪ জানুয়ারি ২০২৬
শীতের রাতে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, কী বলছেন বিশেষজ…
  • ০৪ জানুয়ারি ২০২৬