সাইম আইয়ুব © সংগৃহীত
ম্যাচের তৃতীয় বলেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। অফ স্পিনার মেহেদীর বলে তারই হাতে ক্যাচ দিয়ে ১ বলে ০ রানে ফিরেছেন সাইম আইয়ুব।
শেখ মেহেদীর মাঝারি লেন্থের বলটি ব্যাকফুটে গিয়ে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন সাইম। তবে ব্যাটের সামনের দিকে এজড হয়ে মেহেদীর হাতে সহজ ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক খেয়ে ফেরেন এই ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৫ রান। নতুন ব্যাটার মোহাম্মদ হারিস। ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। আরেক অপরাজিত ব্যাটার ফখর জামান।
এর আগে, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।