পাকিস্তানে পৌঁছেছে টাইগারদের প্রথম বহর

২৫ মে ২০২৫, ১২:২১ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৫:১৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এখনও পুরো দল দ্য গ্রিন ম্যানদের মাটিতে পা রাখেনি। ৪ ক্রিকেটারসহ ১০ জনের একটি বহর লাহোরে পৌঁছেছে। আগামী সোমবার (২৬ মে) পৌঁছাবেন বাকিরা।

১০ জনের এই বহরে ক্রিকেটারদের মধ্যে হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব রয়েছেন। এছাড়া ম্যানেজার নাফিস ইকবালসহ আরও ক'জন সাপোর্ট স্টাফ আছেন।

অবশ্য এই সিরিজে কাউকে জোর করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে, এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন পেসার নাহিদ রানা। এছাড়া পাকিস্তান সফর থেকে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও নাম সরিয়ে নেন।

এদিকে পিএসএল খেলার জন্য আগে থেকেই সেখানে রয়েছেন স্পিনার রিশাদ হোসেন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ (২৫ মে) এই টুর্নামেন্টের ফাইনাল শেষে দলের সঙ্গে যোগ দেবেন তারা।

অন্যদিকে পেসার মোস্তাফিজুর রহমানও ভারত থেকে সরাসরি পাকিস্তানের বিমান ধরবেন। শনিবার (২৪ মে) আইপিএলে গ্রুপ পর্বে তাদের ম্যাচ শেষ হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৮ মে। একদিন বিরতি দিয়ে ৩০ মে হবে দ্বিতীয় ম্যাচ। আর তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১ জুন, যথারীতি একদিন বিরতি দিয়ে।

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নামের সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা, যুবদল কর্মীর মারধরে স্বেচ্ছা…
  • ৩১ জানুয়ারি ২০২৬