চমক রেখে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড ঘোষণা পাকিস্তানের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০১:৫৮ PM

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সালমান আলি আগার নেতৃত্বে এই সিরিজ খেলবে দ্য গ্রিন ম্যানরা।
জানা গেছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে। আর পূর্ণাঙ্গ সূচিও শিগগিরই প্রকাশ করা হবে।
এদিকে টাইগারদের বিপক্ষে এই সিরিজে তিন তারকা ক্রিকেটার বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে স্কোয়াডে রাখা হয়নি । তবে এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়া সাহিবজাদা ফারহান দলে ডাক পেয়েছেন। এছাড়া চোটের কারণে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারা সাইম আইয়ুবও এই সিরিজ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায়।
মূলত চলমান পিএসএলের পারফরম্যান্সের ভিত্তিতেই স্কোয়াড সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে এবারের পিএসএলের পর্দা নামবে। এরপরই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি। এই সিরিজটি পাকিস্তানের নতুন হেড কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হুসাইন তালত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক) এবং সাইম আয়ুব।