সূর্যবংশীর নতুন রেকর্ডে শেষটা রাঙাল রাজস্থান

বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী  © সংগৃহীত

মাত্র ১৪ বছরেই ক্রিকেটের বহু ‘সর্বকনিষ্ঠ’র রেকর্ডে নাম তুলছেন বৈভব সূর্যবংশী। আইপিএলের চলতি আসরে নিজের শেষ ম্যাচটাও মাইলফলকে রাঙিয়েছেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও দারুণভাবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এদিন ফিফটি ছুঁয়ে থেমেছেন তারকাখ্যাতি পাওয়া বৈভব।

মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে ৩৩ বলে ৫৭ রানের ম্যাচ জেতানো ইনিংসই খেলেন এই ওপেনার। এই ইনিংস খেলার পথে ৪টি চার ও সমান ৪টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যবংশী। এই ৪ ছক্কার সুবাদে আইপিএলের আরও এক পরিসংখ্যানে শীর্ষে উঠে এসেছেন। এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক চলতি আসরে অভিষিক্ত এই ওপেনার।

চলতি মৌসুমে ২৪ ছক্কা হাঁকিয়েছেন বৈভব। এর আগে, ২০১৭ মৌসুমে ঋষভ পান্তও ২৪টি ছক্কা মেরেছিলেন। অবশ্য পান্ত তখন ১৯ বছর ৭ মাস বয়েসী। এবার মাত্র ১৪ বছর ১ মাস বয়সেই তাকে ছুঁলেন বৈভব। অবশ্য এককভাবে এই রেকর্ডের মালিক হওয়ার সুযোগ থাকছে না তার। কারণ, আইপিএলের এই মৌসুমে আর কোনো ম্যাচ বাকি নেই রাজস্থানের। তবে প্লে-অফের দৌড় থেকে বেশ আগেই ছিটকে যাওয়া দলটি শেষটা রাঙিয়েই আসর শেষ করল। চেন্নাইকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছিল চেন্নাই। জবাবে সূর্যবংশী, জয়সওয়াল, জুরেলদের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে রাজস্থান। এই জয়ে ১৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল তারা। আর তলানির দল হিসেবে মৌসুম শেষ করল ধোনির দল, নয়ে থেকে শেষ করল রাজস্থান।

এদিকে হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে আরেকটি এলিট লিস্টে নিজের নাম তুলেছেন সূর্যবংশী। ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৬ বছর পেরোনোর আগেই একাধিক ফিফটি স্পর্শ করেছেন তিনি। এর আগে, লুইস ব্রুস এবং হাসান ইসাখিলের এই কীর্তি ছিল। অবশ্য বাকিদের চেয়ে বেশ এগিয়ে লুইস। 

১৬ বছরের আগেই প্রথম শ্রেণীতে সবচেয়ে বেশি ফিফটি
৬ - লুইস ব্রুস (জিব্রাল্টার জাতীয় দল) 
২ - হাসান ইসাখিল (বুস্ট ডিফেন্ডার্স) 
২ - বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence