সেঞ্চুরি করেও কেন একাদশে নেই ইমন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৯:১৯ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৭:৩৪ PM
সিরিজের প্রথম ম্যাচে ছক্কায় বন্যা বইয়ে দিয়েছিলেন। আর ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টিতেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন টাইগার ওপেনার। ৯ ছক্কার সেই ইনিংসে বাংলাদেশের হয়ে নানান রেকর্ড-ও গড়েছিলেন তিনি।
তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিক পরের ম্যাচের একাদশেই নেই ইমন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, সেঞ্চুরির পরও কেন একাদশে জায়গা হারালেন এই ওপেনার। জানা গেছে, গেল ম্যাচে ব্যাটিংয়ের সময়ই চোট পেয়েছিলেন তিনি। যে কারণে সেদিন ফিল্ডিংও করেননি। ব্যথায় আজ একাদশ থেকেই ছিটকে গেছেন।
এ প্রসঙ্গে বিসিবি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করার সময় বাঁ কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি।
বিসিবি আরও জানায়, সকালে ইমনের ফিটনেস টেস্ট নেওয়া হয় এবং তাকে খেলার জন্য উপযুক্ত ঘোষণা করা হয়। তবে পূর্ণভাবে সেরে ওঠার জন্য তাকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলীয় ব্যবস্থাপনা, ফলে আজকের ম্যাচের দলে রাখা হয়নি তাকে।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭ রানে হারায় বাংলাদেশ। শুরুর দিকে দুই ম্যাচের সিরিজ হবার কথা থাকলেও আজ বিকেলে জানানো হয়, এখন এটি তিন ম্যাচের সিরিজ। আগামী ২১ মে তৃতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ ও আমিরাত।