মোস্তাফিজকে নিয়ে সুখবর দিলো বিসিবি

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একেবারে শেষদিকে এসে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে টাইগার এই পেসারকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। বুধবার জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে দ্য ফিজের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগেও, দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন কাটার-মাস্টার।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হঠাৎ মোস্তাফিজের ডাক পাওয়া নিয়ে ‘হতবাক’ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছিল, এই চুক্তি সম্পর্কে অবগত নয় তারা। তবে বৃহস্পতিবার জানা যায়, অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন ফিজ। তবে পুরো আইপিএল নয়, দেশের জার্সিতে খেলা শেষেই দিল্লি শিবিরে যোগ দিতে পারবেন তিনি। 

আগামী ১৭ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আমিরাত। একদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। দুটি ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় হবে। দলের সঙ্গেই আমিরাত গেছেন কাটার মাস্টার এবং নিয়ম অনুযায়ী তাকে দুটি ম্যাচেই খেলতে হবে।

এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, মোস্তাফিজ তো জাতীয় দলভুক্ত হয়ে ইতোমধ্যে আরব আমিরাতে গেছে। আমাদের নিয়ম অনুযায়ী, জাতীয় দলে সুযোগ পেলে খেলতে হয়। দিল্লি আমাদের কাছে মোস্তাফিজকে তাদের শেষ তিনটি ম্যাচে পাওয়ার অনুরোধ করেছে। আমাদের ১৭ ও ১৯ তারিখে ম্যাচ আছে, এরপর সে দিল্লির শেষ দুই ম্যাচ খেলতে পারবে।

আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৮, ২১ ও ২৪ মে নিজেদের শেষ তিনটি ম্যাচে মাঠে নামবে দিল্লি। আর আমিরাতের সঙ্গে ১৯ মে বাংলাদেশের ম্যাচ থাকায় সেদিন তার সার্ভিস পাওয়ার সম্ভাবনা নেই দিল্লির। এক্ষেত্রে ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে টাইগার পেসারকে পেতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।


সর্বশেষ সংবাদ