বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

০৪ মে ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন কয়েকজন ক্রিকেটার

অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন কয়েকজন ক্রিকেটার © সংগৃহীত

গত বছরে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টির দায়িত্বভার ছেড়ে দেন তিনি। আর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না টপ-অর্ডার এই ব্যাটার। ওই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব সামলান লিটন দাস। উইকেটকিপার এই ব্যাটারের নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। 

তবে সংক্ষিপ্ত সংস্করণে স্থায়ী অধিনায়ক কে হবেন, সেই প্রশ্নের এখনো কোনো সুরাহা হয়নি। এ নিয়ে জোর আলোচনা চলছে। গুঞ্জন উঠেছে, লিটনের কাধেই আস্থা রাখতে চায় বিসিবি। তাসকিন আহমেদও আলোচনায় রয়েছেন। তবে ইনজুরির সঙ্গে লড়ছেন টাইগার এই অধিনায়ক। আর কবে তিনি মাঠে ফিরছেন, তা এখনো নিশ্চিত না। 

লিটনও আঙুলের চোটে ভুগছেন। তবে বিসিবির মেডিকেল বিভাগের প্রত্যাশা, আসন্ন আরব আমিরাতের বিপক্ষে সিরিজের আগে ফিট হয়ে উঠবেন লিটন। এই ক্রিকেটারের সঙ্গে তাওহীদ হৃদয়ের নামটিও সম্ভাব্য অধিনায়কের তালিকায় ছিল। তবে ডিপিএলে একাধিকবার অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ওপর বিসিবির ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে লিটনই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। তবে এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্যে নারাজ দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি।

আরও পড়ুন: হার্ভার্ড-এমআইটিকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে প্রথম বুয়েট

আগামী বছর যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। আসন্ন বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখেই মূলত পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এ জন্য টি-টোয়েন্টি ফরম্যাটটির অধিনায়ক এবং সম্ভাব্য স্কোয়াড নিয়ে এখন থেকেই ছক সাজাচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

অন্যদিকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী ২৫ মে থেকে দ্য গ্রিন ম্যানদের মাটিতে শুরু হবে এই সিরিজ। এ ছাড়া পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই সিরিজের সূচিও চূড়ান্ত হবে। আসন্ন এই সিরিজ দুটির জন্য আজ বিকেল ৪টায় স্কোয়াড করবে বিসিবি। সেখানেই জানা যাবে, টি-টোয়েন্টি ফরম্যাটে কে পাচ্ছেন, লাল-সবুজের নেতৃত্বভার।

ট্যাগ: বিসিবি
তাপমাত্রা কমল আরও, শীত কি ফের বাড়ছে
  • ১৮ জানুয়ারি ২০২৬
গ্রামীণফোনে চাকরি, আবেদন শেষ ২৮ জানুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
রাবিতে টাঙানো বিএনপির ব্যানার খুলে নেওয়ার আল্টিমেটাম জিএস আ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অব্যাহতি পাওয়া নেতাকে সংগঠনে ফেরাল কৃষক দল
  • ১৮ জানুয়ারি ২০২৬
পটুয়াখালীতে কমিটি বিলুপ্তিতে খুশিতে মিষ্টি বিতরণ বিএনপির নে…
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকায়, আসনপ্রতি লড়বে…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9