চান্দিকা হাথুরুসিংহে © সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লঙ্কান এই কোচের মন্তব্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা তার কোচিং ক্যারিয়ারের ভবিষ্যত ধ্বংস করে দিয়েছে।
এদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করে বিসিবি। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন হাথুরু।
তার ভাষ্যমতে, ‘তারা আমাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার কোনো সুযোগ দেয়নি। শুধু অভিযোগের ভিত্তিতে আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে।’
লাল-সবুজ শিবির ছাড়ার আগে নিরাপত্তাজনিত উদ্বেগও তুলে ধরেছেন হাথুরু। তার মন্তব্য, ‘সাধারণত আমার সঙ্গে একজন ড্রাইভার ও একজন বন্দুকধারী থাকত। কিন্তু ওইদিন শুধু ড্রাইভার ছিল। তখনই বুঝেছিলাম, কিছু একটা ঘটেছে।’
নাসুমের ঘটনার ব্যাখ্যায় হাথুরুর দাবি, ‘আমি কাউকে চড় মারিনি। আসলে আমি ব্যাটসম্যানদের গ্লাভস পাঠাতে বলছিলাম, তাই পিঠে হালকা টোকা দিই। এটাকে চড় বলা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।’
হাথুরুসিংহে মনে করেন, তাকে বরখাস্ত করা ছিল বর্তমান সভাপতি ফারুক আহমেদের পরিকল্পিত পদক্ষেপ। এ প্রসঙ্গে লঙ্কান এই কোচ বলেন, ‘আমি জানি না, গত ছয় মাসে কতগুলো চাকরির সুযোগ হারিয়েছি। বিসিবি শুধু আমার চাকরি নয়, আমার পুরো কোচিং ক্যারিয়ার শেষ করে দিয়েছে।’