১৫ বলে ফিফটি করে যত রেকর্ড ইমনের

পারভেজ হোসেন ইমন
পারভেজ হোসেন ইমন   © সংগৃহীত

ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালালেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলেই ছুঁয়ে ফেলেন ফিফটি। এতে লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই, স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডও এখন এই ওপেনারের দখলে।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন শুভাগত হোম। ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।

এদিকে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটিও এটি। দ্রুততম এই ফিফটির বিশ্বরেকর্ডটা কৌশল্য বীরারত্নের। ২০০৫ সালে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিমিটেড ওভার টুর্নামেন্টে কুরুনেগালার বিপক্ষে রাগামা সিসির হয়ে খেলা বীরারত্নে ২ বলে ফিফটি করেন। ১৯৯৪ সালে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যাডাম হোলিওকের গড়া ১৫ বলের ফিফটির রেকর্ড ভাঙেন বীরারত্নে।

ঈদের ছুটি শেষে আজ (৬ এপ্রিল) থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। নবম রাউন্ডে বিকেএসপিতে শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। যেখানে শাইনপুকুরকে ৮৮ রানে গুঁড়িয়ে মাত্র ৬ দশমিক ৪ ওভারেই বড় জয় ছিনিয়ে নেয় আবাহনী।

এর আগে, ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের বোলিং তোপে পড়েছিল শাইনপুকুর। দলটির হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মিনহাজুল আবেদিন। এই ব্যাটারের একার লড়াইয়ে শেষপর্যন্ত ৮৮ রানে থামে শাইনপুকুরের ইনিংস। ৪ উইকেট শিকার করেন মোসাদ্দেক। এ ছাড়া রাকিবুল হাসান এবং রিপন মন্ডল দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে পুরেছেন।

মামুলি লক্ষ্য তাড়ায় নেমে ঝোড়ো শুরু করেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন। শাইনপুকুরের বোলারদের নাকানিচুবানি খাইয়ে মাত্র ১৫ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন এই ওপেনার। ৪ চার আর ৬ ছক্কায় শেষমেশ ২৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন ইমন। এ ছাড়া ১৭ বলে ১৭ রান করেন আরেক ওপেনার জিসান আলম। ১০ উইকেটের বড় এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বেশ ভালোভাবেই টিকে রইল হান্নান সরকারের দল।

লিস্ট ‘এ’ ইতিহাসে দ্রুততম ফিফটি

বল

ব্যাটসম্যান

দল

বিপক্ষ

সাল

১২

কৌশল্য বীরারত্নে

রাগামা

কুরুনেগালা

২০০৫

১৩

থিসারা পেরেরা

শ্রীলঙ্কা আর্মি

ব্লুমফিল্ড

২০২১

১৪

রোরি ক্লাইনভেল্ট

ওয়েস্টার্ন প্রভিন্স

কাওয়াজুলু-নাটাল

২০১১

১৫

অ্যাডাম হোলিওক

সারে

ইয়র্কশায়ার

১৯৯৪

১৫

সালমান বাট

ন্যাশনাল ব্যাংক

লাহোর

২০০৯

১৫

পারভেজ হোসেন

আবাহনী

শাইনপুকুর

২০২৫


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence