‘পরীক্ষা ফেলে খেলতে যাওয়া অশিক্ষিত চিন্তাভাবনা’

০৫ এপ্রিল ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৩০ AM
কোচ সালাউদ্দিন ও আজিজুল হাকিম তামিম

কোচ সালাউদ্দিন ও আজিজুল হাকিম তামিম © সংগৃহীত

গেল কয়েকদিন ধরেই আলোচনায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। চলতি মাসে শ্রীলঙ্কা সফরের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত ঝড় উঠেছে, একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতরেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তামিমের এমন সিদ্ধান্তকে কেউ কেউ ‘দেশের জন্য ত্যাগ’ হিসেবে দেখছেন। তবে তার এমন সিদ্ধান্তে বেশ বিব্রত, ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনও আক্ষেপ করেছেন। 

তামিমকে নিয়ে কোচ সালাউদ্দিন বলেন, ‘অনেকে মনে করছেন, দেশের জন্য ত্যাগ করেছে। এটা আসলে অশিক্ষিত চিন্তাভাবনা। এটা তো বিশ্বকাপ না যে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে। একজন ক্রিকেটারের জন্য শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা না থাকলে শিখবে কী? যারা ওকে গাইড করেছে, তারা ঠিক করেনি। তাকে বোঝানো উচিত ছিল, পরীক্ষা দেওয়া জরুরি।’

এদিকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও তামিমের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। নান্নুর ভাষ্যমতে,  ‘খুবই দুঃখজনক খবর। ছেলেটির উচিত ছিল পরীক্ষা দেওয়া। একটি সিরিজ মিস করলে কিছু আসত-যেত না। ক্যারিয়ার গড়তে হলে লেখাপড়া প্রয়োজন। ক্রিকেট ক্যারিয়ার হলেও হতে পারে, না-ও হতে পারে। ১৯৮৪ সালে আমি নিজে জাতীয় দলে ডাক পেয়েও পরীক্ষার জন্য খেলিনি। সাকিব আল হাসানও ২০০৮ সালে এইচএসসি পরীক্ষার জন্য এশিয়া কাপ খেলেনি।’

এ প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার গণমাধ্যমকে জানান, ‘কয়েক মাস আগেও সে জানিয়েছিল, এসএসসি পরীক্ষা দেবে। তখন তাকে সাধুবাদ জানিয়েছিলাম। এখন আবার বলছে, পরীক্ষা দেবে না, শ্রীলঙ্কায় খেলতে যাবে। বাবা-মাকে রাজি করিয়ে সিদ্ধান্ত বদলেছে। কে তাকে প্রভাবিত করেছে, জানি না।’

ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9