লাহোরের হয়েও শিরোপা জেতার আশা রিশাদের

০৫ এপ্রিল ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রিশাদ হোসেন

রিশাদ হোসেন © সংগৃহীত

অপেক্ষার প্রহর যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না রিশাদ হোসেনের। একের পর এক ফ্র্যাঞ্চাইঞ্জি টুর্নামেন্টে সুযোগ পেয়েও পাড়ি জমানো হয়নি। কানাডার গ্লোবাল সুপার লিগের পর বিগ ব্যাশেও সুযোগ পেয়েছিলেন, তবে নানান জটিলতায় খেলা হয়ে উঠেনি। অবশেষে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে দীর্ঘ সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। এই টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন এই লেগি। 

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ফরচুন বরিশালে খেলেছেন তিনি। তামিম ইকবালের নেতৃত্বে এই টুর্নামেন্টে শিরোপাও জিতেছেন তারা। এবার পাকিস্তান থেকেও চ্যাম্পিয়ন হয়েই ফেরার প্রত্যাশা রিশাদের।

রোববার (৫ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় সেখানেই নিজের খুশির কথা জানিয়েছেন এই স্পিনার। নিজের লক্ষ্য জানিয়ে রিশাদের মন্তব্য, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।’

অন্যদিকে পিএসএল খেলতে রিশাদের সঙ্গে লিটন দাস ও নাহিদ রানা-ও ছাড়পত্র পেয়েছেন। নাহিদ পেশোয়ার জালমিতে এবং করাচি কিংসের হয়ে খেলবেন লিটন। পাকিস্তানের এই টুর্নামেন্টে ভালো করলে অন্য আরও ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাও খুলবে তাদের জন্য। সেই সুযোগটাই লুফে নেওয়ার প্রত্যাশা রিশাদের। 

তার ভাষ্যমতে, ‘এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব এখান থেকে যতটুকু পারা যায় নেওয়ার।’

এই লেগ স্পিনার যোগ করেন, ‘পাকিস্তানের উইকেট দেখেছি, যতগুলো ব্যাটসম্যানের বিপক্ষে খেলেছি, ওদের সম্পর্কে ধারণা আছে; সেগুলো নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে—এসব আরকি।’

উল্লেখ্য, আসরের প্রথমদিন অর্থাৎ ১১ এপ্রিল-ই মাঠে নামছে রিশাদের দল লাহোর কালান্দার্স। এদিন তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরদিন লিটনের করাচি কিংসের বিপক্ষে খেলবেন রিশাদরা। একই দিন নাহিদের পেশোয়ার জালমিরও ম্যাচ রয়েছে।

ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
হুমকি-ধমকি মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
  • ১২ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন বিশেষ সুবিধার সরকারি ডিজিটাল …
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো আরও এক বিশ্ববিদ্যালয়
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9