ভেঙে ফেলা হবে ঐতিহাসিক গাব্বা স্টেডিয়াম

গাব্বা ক্রিকেট গ্রাউন্ড
গাব্বা ক্রিকেট গ্রাউন্ড  © সংগৃহীত

ব্রিসবেনে অনুষ্ঠিতব্য ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিককে সামনে রেখে ৬৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম ও ইনডোর সুইমিং ভেন্যু নির্মাণ করা হচ্ছে। এ কারণে অলিম্পিকের পর ঐতিহ্যবাহী গাব্বা স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলা হবে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। ব্রিসবেন শহরের প্রাণকেন্দ্রেই নতুন এই স্টেডিয়াম ও অ্যাকুয়াটিক সেন্টার গড়ে তোলা হব। অ্যাকুয়াটিক সেন্টারে ২৫ হাজার সমর্থক একসঙ্গে বসে প্রতিদ্বন্দ্বীতা উপভোগ কত পারবে। 

এ সম্পর্কে ক্রিসাফুলি গণমাধ্যমে বলেছেন, ‘শেষ পর্যন্ত কুইন্সল্যান্ড একটা পরিকল্পনা করতে পেরেছে। সময়ই এখন সবকিছু বলে দিবে। আশা করছি, নতুন স্টেডিয়াম দেখে সবাই আকৃষ্ট হবে।’

২০৩২ অলিম্পিক কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। এই শহরেই ২০২১-এর জুলাইয়ে প্যারালিম্পিকস আয়োজিত হয়েছিল। ১৯৫৬ মেলবোর্ন ও ২০০০ সিডনি গেমসের পর তৃতীয়বারের মতো আবারও অলিম্পিক ফিরে আসলো অস্ট্রেলিয়ায়। 

দুই বছর আগে তৎকালীন সরকার জনপ্রিয় গাব্বা ক্রিকেট গ্রাউন্ডটাকে সংষ্কারের ঘোষণা দিয়েছিল। এর সঙ্গে ১৭ হাজার আসনবিশিষ্ট ইনডোর স্টেডিয়াম নির্মাণেরও পরিকল্পনা ছিল। 

কিন্তু সেই পরিকল্পনাকে উড়িয়ে দিয়ে ক্রিসাফুলি বলেছেন সংষ্কার কাজে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, তার থেকে একটি স্থায়ী সমাধান প্রয়োজন। ৬৩ হাজার আসনবিশিষ্ট নতুন স্টেডিয়ামটি ক্রিকেটের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য বড় ইভেন্টের জন্য ব্যবহৃত হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence