তামিমকে জয় উপহার মিরাজদের

সেঞ্চুরি হাঁকিয়েছেন মিরাজ
সেঞ্চুরি হাঁকিয়েছেন মিরাজ  © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান স্পোটিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। এরপর হাসপাতালে ভর্তি হন এবং হার্টে রিং-ও পরানো হয়। তবে তামিমকে ছাড়াই মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিতে শাইনপুকুরকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান। মিরাজ ১০৩ রানের পাশাপাশি জোড়া উইকেট নেন।

এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠল মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী লিমিটেড। এ ছাড়া ৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে শাইনপুকুর।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের অধিনায়ক রায়হান রহমানের সঙ্গে টস করতে নামেন তামিম। টস-এর পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শাইনপুকুর। ১০৭ রানে সপ্তম উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার মুখে পড়ে তারা। তবে অষ্টম উইকেটে ৭৭ রানের জুটিতে শাইনপুকুরকে লজ্জার হাত থেকে রক্ষা করেন অধিনায়ক রায়হান রহমান ও শরিফুল ইসলাম। দলীয় ১৮৪ রানে সাজঘরে ফেরেন রায়হান। ৪ চারে ৭৭ রান করেন তিনি।

রায়হান ফেরার পর শাইনপুরকে লড়াকু সংগ্রহ এনে দেন শরিফুল। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে আউট হবার আগে ৬ চার ও এক ছক্কায় ৬৯ বলে ৫৭ রান করেন তিনি। ১ বল বাকি থাকতে ২২৩ রানে অলআউট হয় শাইনপুকুর। 

তাইজুল ৩টি, মিরাজ-নাসুম ও সাইফুদ্দিন দুটি করে উইকেট নেন। 

জবাবে রনি তালুকদারকে নিয়ে মোহামেডানকে ১৬৪ বলে ১৬৪ রানের সূচনা এনে দেন তামিমের জায়গায় ওপেনার হিসেবে নামা মিরাজ। রনি ৬১ রানে আউট হলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ১০ চার ও ৩ ছক্কায় ৮৬ বলে ১০৩ রান করেন মিরাজ। 

মাহিদুল ইসলাম অঙ্কন ২৭ রানে থামার পর ৪৬ বল বাকি রেখে মোহামেডানের জয় নিশ্চিত করেন সাইফুদ্দিন ও নাসুম। সাইফুদ্দিন ১৮ ও নাসুম ১৩ রানে অপরাজিত থাকেন।


সর্বশেষ সংবাদ