বাবার রুম নিয়ে আবেগি ছেলে
১৩ বছর আগলে রেখেছিলাম ঘরটি, আল্লামা সাঈদী আসবেন, এই চেয়ারে বসে পড়বেন, কিন্তু...
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ PM
প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী তার বাবার স্টাডি রুমের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ১৩ বছর আগলে রেখেছিলাম ঘরটি। আল্লামা সাঈদী আসবেন, এই চেয়ারে বসে পড়বেন। কিন্তু এর আগেই মহান রব তার গোলামকে তার কাছে ডেকে নিয়ে গেছেন।
২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান সাঈদী। পরের দিন ১৫ আগস্ট পিরোজপুর শহরে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে জানাজা শেষে তার বড় ছেলে রফিক বিন সাঈদীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
স্ট্যাটাসে মাসুদ সাঈদী বলেন, ‘আমার পরম শ্রদ্ধেয় আব্বা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ. এর ব্যবহার করা টেবিল, চেয়ার আর স্টাডি রুমের ছবি এগুলো। খুনি হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী জালিমদের রাজনৈতিক রোষানলে গ্রেফতার হওয়ার সময় আব্বা যেমনটি করে তার স্টাডি রুমটি রেখে গিয়েছিলেন আজও ঠিক তেমনভাবেই আছে এই ঘরের সবকিছু— শুধু এই ঘরের মালিক এখন আর দুনিয়াতে নেই। তিনি দুনিয়ার সফর শেষ করে মহান মালিকের ডাকে সারা দিয়ে তাঁর কাছে চলে গেছেন। গত ১৫টি বছর ধরেই ঘরটি খালি পরে আছে। ঘরটির প্রতিটি পরতে পরতে এখনো লেগে আছে আমার বাবার নিশ্বাস আর শরীরের মধুমাখা গন্ধ। আহ্ ...’
তিনি আরও বলেন, ‘আব্বা গ্রেফতার হওয়ার পরের ১৩টি বছর সযত্নে আগলে রেখেছিলাম ঘরটি, হৃদয়ের সব ভালবাসা উজাড় করে গুছিয়ে রেখেছিলাম সব .. আল্লামা সাঈদী আসবেন, এই চেয়ারে বসে পড়বেন, এখানে বসে লিখবেন এবং এখান থেকেই প্রস্তুতি নিয়ে তিনি আবার কোটি জনতার মাঝে কোরআনের তাফসীর শোনাবেন সেই প্রত্যাশায়...’
মাসুদ সাঈদী বলেন, ‘কিন্তু আমার রবের পরিকল্পনা তো ভিন্ন। যা জানার বা বোঝার কোনো ক্ষমতাই আমাদের নেই। এই ঘরে ফিরে আসার আগেই মহান রব তার গোলামকে তার কাছে ডেকে নিয়ে গেছেন।’
‘ও মালিক! কোরআন দিয়ে সাজানো দুনিয়ার এই ঘরে আমার আব্বা আল্লামা সাঈদী আর ফিরে আসতে পারেননি। তাতে আমাদের কোনো আফসোস নেই, কেননা আমার আব্বা তো এখন তোমার জিম্মাদারিতে আছেন। মাবুদ! আব্বা এ ঘরে আর ফিরে আসেননি সে কষ্ট বুকেই চাপা দিয়েছি তবে এবার তুমি জান্নাতে আমার আব্বাকে তোমার কাছে কোরআন দিয়ে সাজানো একটি ঘর দয়া করে দান করো।’