রাসায়নিক দুর্ঘটনার চিকিৎসায় দক্ষতা বৃদ্ধিতে রাজধানীতে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা

০৯ অক্টোবর ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:২৮ PM
প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান

প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান © সংগৃহীত

রাসায়নিক দুর্যোগে-দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা প্রদানের হাসপাতালগুলোর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হল ৫ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর বনানীর গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্কে এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৫ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশের ১৮ জন প্রশিক্ষণার্থী এবং ৬ জন দেশি-বিদেশি প্রশিক্ষক অংশগ্রহন করেন। অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্সের (ওপিসিডব্লিউ) পরিকল্পনায় আয়োজিত কর্মশালা বাস্তবায়ন করে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)। প্রশিক্ষণের ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

আয়োজকরা জানিয়েছেন, দেশের হাসপাতালগুলোতে রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনার জন্য প্রস্তুতি কার্যক্রমের সূত্রপাত করাই ছিল এই প্রশিক্ষণের মূখ্য উদ্দেশ্য। প্রশিক্ষণে জরুরি হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিকে রাসায়নিক দূষণ মুক্তকরণ পদ্ধতি, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সেকেন্ডারি কন্টামিনেশন প্রতিরোধ শীর্ষক বিষয়াবলীর উপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র তুলে দেন বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। এ সময় প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অত্যন্ত কার্যকরী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় হাসপাতালগুলোর প্রস্তুতির উপরও অধিকতর গুরুত্বারোপ করেন তিনি। কেমিক্যাল উইপন্স কনভেনশন বাস্তবায়নে ওপিসিডব্লিউয়ের সকল উদ্যোগের বিষয়ে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন প্রধান অতিথি।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9