পাইলট সাগরের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া © টিডিসি ফটো
ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজশাহীর সন্তান পাইলট তৌফিক ইসলাম সাগর। এই হৃদয়বিদারক ঘটনার খবর পৌঁছাতেই রাজশাহী শহরের উপশহর এলাকার তিন নম্বর সেক্টরের তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবার-পরিজনের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
সোমবার (২১ জুলাই) দুপুরে স্বজনদের আহাজারিতে বিমর্ষ হয়ে ওঠে সাগরের বাড়ি। বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে সাগরের পরিবারকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। রাজশাহী বিমানবন্দর থেকে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি নিশ্চিত করেন সাগরের মেজ চাচা মতিউর রহমান।
তিনি জানান, কিছুক্ষণ আগেই সাগরের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এরপরই বিমান বাহিনী তাদের ঢাকায় নেওয়ার উদ্যোগ নেয়।
সাগরের মরদেহ ঢাকায় আনয়ন শেষে কোথায় দাফন করা হবে রাজশাহী নাকি তার পৈতৃক এলাকা সোনামসজিদ, সে বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার চাচা।