পুলিশের সদর দপ্তর থেকে ঘোষণা © টিডিসি সম্পাদিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। আহতদের বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে বলে জানানো হয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে। এ তথ্য জানিয়েছেন যুগ্ম সচিব এবিএম আরিফুল রহমান।
আজ সোমবার (২১ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
এবিএম আরিফুল রহমান জানান, মেট্রোরেল কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং প্রতিটি ট্রেনেই ২ নম্বর কোচটিকে শুধুমাত্র আহত শিক্ষার্থীদের চলাচলের জন্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে তাদের যাতায়াতে যেন কোনো প্রকার অসুবিধা না হয়, তা নিশ্চিত করা হচ্ছে।
দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় একজন পাইলট সহ ষোলজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ পর্যন্ত। আহত হয়েছেন অন্তত শতাধিক শিক্ষার্থী।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে ২ প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।