হজে কতজন বাংলাদেশির মৃত্যু, জানাল কর্তৃপক্ষ

হজের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা
হজের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা  © সংগৃহীত

শেষ হয়েছে ২০২৫ সালের পবিত্র হজ। হজের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল মঙ্গলবার (১০ জুন) সকালে প্রথম ফিরতি হজ ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। চলতি বছর পবিত্র হজ পালনরত অবস্থায় এখন পর্যন্ত ২২ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার হৃদরোগে মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)।

মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মধ্যে ২০ জন পুরুষ ও নারী দুজন। যারা মারা গেছেন, তাদের মধ্যে মক্কায় মৃত্যু হয়েছে ১৪ জনের, মদিনায় ৭ জন ও আরাফায় ১ জন।

বুধবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।
 
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে বলা হয়েছে, এ বছর হজে গিয়ে গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশা উপজেলার মো. খলিলুর রহমান (৭০); ২ মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মো. ফরিদুজ্জামান (৫৭); ৫ মে মারা যান পঞ্চগড়ের সদর উপজেলার আল হামিদা বানু (৫৮); ৭ মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০); ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জ উপজেলার হাফেজ উদ্দিন (৭৩); ১০ মে মারা যান নীলফামারী সদর উপজেলার বয়েজ উদ্দিন (৭২); ১৪ মে মারা যান চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মো. অহিদুর রহমান (৭২); ১৭ মে মারা যান গাজীপুরের সদর উপজেলার মো. জয়নাল হোসেন (৬১) এবং ১৯ মে মারা যান চাঁদপুরের মতলব উপজেলার আবদুল হান্নান মোল্লা (৬৩) ও ২৪ মে রংপুরের পীরগঞ্জ উপজেলার মো. সাহেব উদ্দিন।

আরও পড়ুন : সাবেক এমপির বিলাসবহুল গাড়িটি কুষ্টিয়ায় নিয়ে আসেন বিএনপির সাবেক নেতা

গত ২৫ মে মারা গেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার বশির হোসাইন (৭৪); ২৭ মে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শাহাদাত হোসেন; ২৯ মে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মো. মোস্তাফিজুর রহমান (৫৩); একই দিন মাদারীপুরের সদর উপজেলার মোজলেম হাওলাদার (৬৩); গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আবুল কালাম আজাদ (৬২); গত ১ জুন মারা যান গাজীপুরের পুবাইল থানার মো. মফিজ উদ্দিন দেওয়ান (৬০); নীলফামারীর সৈয়দপুর উপজেলার মো. জাহিদুল ইসলাম (৫৯); ৫ জুন মারা যান ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মনোয়ারা বেগম মুনিয়া; ৬ জুন খুলনার বটিয়াঘাটা উপজেলার শেখ মো. ইমারুল ইসলাম; ৭ জুন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মো. মুজিব উল্যা এবং ৯ জুন মারা যান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এ টি এম খায়রুল বাসার মন্ডল।

বেবিচক জানিয়েছে, গতকাল মঙ্গলবার আরও ৭টি ফিরতি ফ্লাইটে আড়াই হাজারের বেশি হাজি দেশে ফিরবেন এবং আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইটের এই কার্যক্রম।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। ২৯ এপ্রিল হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। এরপর এক মাস ধরে হজ ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পরিচালিত হয়।

সর্বশেষ হজ ফ্লাইট ১ জুন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। পুরো হজ মৌসুমে মোট ২২০টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গতকাল মঙ্গলবার (১০ জুন)।


সর্বশেষ সংবাদ