প্রবাসীদের সুখবর দিলেন ড. ইউনূস

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

দীর্ঘদিন ধরে প্রবাসীদের পক্ষ থেকে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ করল সরকার। এখন থেকে পুরোনো পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার থাকলে অথবা জন্মসনদ থাকলেও বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করা যাবে।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই সুখবর দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের অনেকদিনের দাবির পরিপ্রেক্ষিতে পাওয়ার অব অ্যার্টনি বিধিমালা সংশোধন করা হয়েছে। এখন পুরোনো পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড স্টিকার’ থাকলে কিংবা জন্মসনদ থাকলে বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবে।’

এই সিদ্ধান্তের ফলে এখন বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দেশে না ফিরেও আইনগতভাবে প্রতিনিধির মাধ্যমে জমি-জমা, ব্যাংক হিসাব বা পারিবারিক কাজ পরিচালনার ক্ষমতা প্রদান করতে পারবেন।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!