ভিকারুন্নিসা শিক্ষিকার সন্তানকে বাঁচাতে মানবিক আবেদন

০৫ জুন ২০২০, ০৭:৩৩ PM

© টিডিসি ফটো

ফুটফুটে কন্যাসন্তান জন্ম দিয়ে পরপারে চলে গেছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের শিক্ষিকা তাজিন বিনতে রহমান (৪০)। সন্তান জন্ম দেয়ার পর নানা শারীরিক জটিলতা নিয়ে গত বুধবার (৩ জুন) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার রেখে যাওয়া এ সন্তানের জন্য এখন প্রয়োজন বুকের দুধ।

জানা গেছে, সন্তানটির বয়স আজ সাতদিন। গত বুধবার (৩ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ সন্তান রেখে তার মা চলে যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মারা যাওয়া ওই শিক্ষিকার করোনা টেস্ট করা হয়েছিলো, তিনি করোনা আক্রান্ত ছিলেন না। পরিবারের পক্ষ থেকে মা হারা এ সন্তানের জন্য সহায়তা কামনা করা হয়েছে।

তার পরিবারের সঙ্গে কথা বলতে এই নাম্বারে (সন্তানের বাবা-০১৭১৫২৪৪১০০, তাজিনের আন্টির বোন-০১৭৪৫৭৭০২৬০) যোগাযোগ করতে বলা হয়েছে।

গত বুধবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া বলেন, ভিকারুননিসার বেইলি রোডের প্রধান শাখার ইংলিশ ভার্সনের শিক্ষিকা ছিলেন তাজিন রহমান। দীর্ঘদিন ধরে তিনি এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন।

তিনি বলেন, গত ২৫ মে একটি কন্যাসন্তানের জন্ম দেন তাজিন রহমান। সেদিন শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ায় তাকে রাজধানীর বেশ কয়েকটি নামিদামি হাসপাতালে নেয়া হলেও ভর্তি নেয়নি। এরপর এ দিন বিকেলে ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশনের মাধ্যমে তার কন্যাসন্তান জন্ম নেয়।

অধ্যাপক ফওজিয়া বলেন, সন্তান প্রসবের পর কয়েকদিন ভালো ছিলেন তাজিন রহমান। তিনি আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে ভেন্টিলেটরের মাধ্যমে তাকে শ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়। পরে বুধবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার কোভিড-১৯ টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬
একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬