অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি

২৯ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ PM
নজরুল কলেজে রেড ক্রিসেন্টের অসংক্রামক রোগ প্রতিরোধে র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা

নজরুল কলেজে রেড ক্রিসেন্টের অসংক্রামক রোগ প্রতিরোধে র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা © টিডিসি ফটো

অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজে র‌্যালি করেছে 'বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি'।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে শহীদ মিনারে এসে এ র‍্যালি শেষ হয়।

র‌্যালিতে নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জেসমিন আক্তার ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

র‌্যালি পরবর্তী সময়ে তারা সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে খাবার পরিবেশনের জন্য কলেজের ক্যান্টিন ও আশপাশের খাবার বিক্রেতাদের হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করেন। এর পাশাপাশি পানির স্থান ও ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসিফ আলমগীর বলেন, আমি বাংলাদেশ রেড ক্রিসেন্টের একজন সদস্য। রেড ক্রিসেন্টের উদ্যোগে আজ আমরা একটি সচেতনতামূলক র‍্যালি আয়োজন করি। র‍্যালির মূল উদ্দেশ্য ছিল সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।

কলেজের রসায়ন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান নুপুর বলেন, আজকে আমরা একটা সচেতনমূলক র‍্যালি করেছি যেখানে আমরা খাদ্যের সুরক্ষা এবং আমাদের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সচেতনমূলক বার্তা দিয়েছি সবাইকে।

খাবারের যে  ফুড কোড গুলা আছে কলেজের পাশে সেগুলোতে আমরা পলিথিন, গ্লাভস এবং খাদ্যের সুরক্ষার জন্য দোকানদারদের ক্যাপ এবং খাদ্যে যেন ধুলাবালি না আসে, মশা মাছি না বসে সেজন্য তাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেয়া হয়েছে ।

রিট খারিজ, কাল ৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই
  • ২৯ জানুয়ারি ২০২৬
ছেলের কবর দেখে নির্বাক সেই জামায়াত নেতার বৃদ্ধ বাবা
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেট দল না গেলেও যাচ্ছে শুটিং দল, সামাজিক যোগাযোগমাধ্যমে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৫ তথ্য চাইল মন্ত্রণালয়
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘ভোট চাওয়ায় রাস্তার মাঝে আমার আম্মাকেও লাঞ্ছিত করা হয়েছে’
  • ২৯ জানুয়ারি ২০২৬
দেশে পোঁছেছে ৫৫ হাজার পোস্টাল ব্যালট 
  • ২৯ জানুয়ারি ২০২৬