ছায়া সংসদ বিতর্কে জয়ী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ

 আয়োজকদের সাথে বিজয়ীরা

আয়োজকদের সাথে বিজয়ীরা © টিডিসি ফটো

‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ভবনের অষ্টম তলায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও সাউথইস্ট ইউনিভার্সিটি অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল— 'ব্যাংক একীভূতকরণ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে'।

দুই দলের বিতার্কিকরা তথ্যনির্ভর যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ পর্বে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, 'অর্থনীতির কিছু সূচকে সাম্প্রতিক সময়ে স্থিতিশীলতা আসলেও সামগ্রিক সংকট কাটেনি। দারিদ্র্য হ্রাস পায়নি। পূর্ববর্তী সরকার আমলে ব্যাংকিং খাতে সুশাসনের ঘাটতির কারণে প্রতিটি সূচকেই অবনতি হয়েছে। অর্থনীতি ও রাজনীতি পরস্পর নির্ভরশীল, দুর্বল শাসনব্যবস্থায় একটি শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়।'

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক মাফিয়াদের পক্ষে কাজ করেছেন। ফলে দেশে ‘মাফিয়া ইকোনমি’র বিস্তার ঘটে এবং ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি সুস্থ ব্যাংক লুণ্ঠিত হয়।'

তিনি আরও বলেন, 'অনেক আমানতকারী প্রয়োজনীয় চিকিৎসা খরচের টাকা তুলতে না পেরে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের কারণে ঋণ খেলাপি সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে। বর্তমানে ৬ থেকে ৭ লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে নানা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে— মর্টগেজ সম্পত্তি জটিল, নিলামে ক্রেতা আসছে না, আবার অনেক সম্পদ প্রভাবশালীদের দখলে।'

আয়োজকরা জানান, তরুণদের যুক্তিভিত্তিক চিন্তাভাবনার অনুশীলন ও সমসাময়িক জাতীয় ইস্যুতে মতবিনিময়ের পরিবেশ গড়ে তুলতেই এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন এবং বিজয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান।

 

 

‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9