রাইসার মা-বাবার উদ্বেগ: ডিএনএ পরীক্ষার ফলাফলের অপেক্ষায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০১:০৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:৩২ PM
ঢাকার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ রাইসা মণির জন্য বাবা-মা এখন প্রহর গুনছেন। সোমবার (২১ জুলাই) দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পুড়ে কালো হয়ে যাওয়া একটি মরদেহ দেখে তারা ধারণা করেন, এটি তাদের মেয়ে রাইসা। তবে অন্য একটি পরিবারও ওই লাশটি নিজেদের সন্তান বলে দাবি করছে, ফলে এখন লাশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
রাইসার মা মিম বলেন, ‘মেয়েকে আমি নিশ্চয় চিনব, তবে আমাকে তো দেখতেই দেওয়া হয়নি। মোবাইলে ছবিটা দেখেছি শুধু।’ অন্যদিকে, রাইসার বাবা মোহাম্মদ শাহাবুল জানান, ‘মেয়ে বেঁচে থাকার আশা ছাড়িয়ে এখন শুধু লাশটা চাই।’
আরও পড়ুন: একাদশে ভর্তির আবেদন নিয়ে যে তথ্য দিল মন্ত্রণালয়
রাইসা মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল এবং দুর্ঘটনার সময় স্কুলের হায়দার আলী ভবনে টিফিন খাচ্ছিল। এর আগে, তার মা সকালে ভাত খাইয়ে স্কুলে পাঠান। রাইসার বড় বোন সিনথিয়া দুর্ঘটনার পর প্রথমে স্কুল থেকে খবর পেয়ে বাসায় আসেন এবং মা-বাবাকে বিষয়টি জানান।
রাইসার ছোট ভাই রাফসান, এই ঘটনাকে পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু সে বারবার তার বোনকে খুঁজে। এদিকে, রাইসার আঁকা ছবিগুলি, খেলনা, জামা-কাপড়সহ তার ব্যক্তিগত জিনিসগুলো এখন ঘরের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তবে রাইসা নেই।