নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর খোঁজ মিলেছে কলেজের শিক্ষার্থী মাইনের
- আনোয়ারা প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১২:১৬ PM
চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইন উদ্দিন নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে তার খোঁজ মিলেছে। রোববার (১৩ জুলাই) বিকেলে পরীক্ষা শেষে বাড়ি না ফেরায় তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে, যা এলাকায় ও শিক্ষাঙ্গনে উদ্বেগের সৃষ্টি করে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে মাইন উদ্দিন সুস্থ আছেন এবং তার সন্ধান পাওয়া গেছে।
নিখোঁজ হওয়া মাইন উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা এবং আনোয়ারা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি তিন ভাইয়ের মধ্যে ছিলেন সবার ছোট। পরীক্ষার কেন্দ্র ছিল পটিয়া সরকারি কলেজে।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পরীক্ষা দিতে বেরিয়ে যান মাইন। বিকেল পাঁচটায় পরীক্ষা শেষ হলেও রাতে তিনি আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোনও সাথে ছিল না। এতে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুমহলে চরম উৎকণ্ঠা তৈরি হয়। পুরো দিনজুড়ে চলে আত্মীয়স্বজনের মাঝে খোঁজাখুঁজি। তার সন্ধানে সামাজিক মাধ্যমে ছবি ও তথ্যসহ পোস্টার ছড়িয়ে পড়ে।
নিখোঁজের পরদিন সোমবার সকাল পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা না নিলেও পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগের প্রস্তুতি চলছিল। ঠিক তখনই খবর আসে, মাইন উদ্দিনকে পাওয়া গেছে এবং তিনি নিরাপদে রয়েছেন।
তার ভাই রবিউল হোসেন বলেন, আল্লাহর রহমতে আমার ভাইকে আমরা পেয়েছি। সে এখন আমাদের পাশের ইউনিয়নের একটি বাসায় ঘুমাচ্ছেন বলে খবর পেয়েছি। কোথায় ছিলেন, কেন এমনটা করল – এসব নিয়ে এখনো বলতে পারছি না। আমরা আপাতত ওখান থেকে ওকে নিয়ে আসার চেষ্টা করছি।
আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রুহুল আমীন বলেন, সুষ্ঠুভাবে ফিরে আসায় আমরা সবাই খুবই খুশি। তার অনুপস্থিতি আমাদের সবাইকে উদ্বিগ্ন করেছিল।
চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাইনি, তবে নিখোঁজ শিক্ষার্থীর বিষয়টি অবগত ছিলাম। তাকে সুস্থভাবে ফিরে পাওয়াটা স্বস্তিদায়ক।