এইচএসসি পরীক্ষা পেছানোর পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীদের দুই গ্রুপের অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৯:২৯ AM

এইচএসসি পরীক্ষা পেছানোর পক্ষে-বিপক্ষে দুই গ্রুপে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে একদল শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে অবস্থান নেয়। আরেকটি গ্রুপ পরীক্ষা যথাসময়ে নেওয়ার পক্ষে রয়েছে।
পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষা বোর্ড মাত্র তিন-চার সপ্তাহ আগে ৩১ দফা নির্দেশনা দিয়েছে, যা ছাত্রদের ওপর মানসিক চাপ তৈরি করেছে। তারা বলেন, "স্থায়ী সরকার হলে আমরা জানতাম এই নিয়মগুলো দীর্ঘদিন চলবে। কিন্তু এখন নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া এই নির্দেশনায় আমরা উদ্বিগ্ন।"
এছাড়া, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া, জুলাইয়ের ছাত্র আন্দোলন এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সময়য়ে পড়াশোনার ক্ষতির কথা বিবেচনায় এনে তারা পরীক্ষা পেছানোর যৌক্তিকতা তুলে ধরেন। তাদের দাবি, "স্বাস্থ্যঝুঁকি, আন্দোলনের বাস্তবতা এবং দুর্যোগপূর্ণ সময়—সব কিছু মিলিয়ে পরীক্ষা পেছানোই যুক্তিযুক্ত সিদ্ধান্ত।"
অন্যদিকে, পরীক্ষা যথাসময়ে নেওয়ার পক্ষে থাকা শিক্ষার্থীরা এ দাবিকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। তারা বলেন, "তারা পরীক্ষা পেছানোর দাবির সাথে একমত নয়। পরীক্ষা পেছানোর দাবি সম্পূর্ন অযৌক্তিক।"
এদিকে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারীরা ঘোষিত কর্মসূচি অনুযায়ী সায়েন্সল্যাব মোড় থেকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে লং মার্চ করবে এবং পরীক্ষা পেছানোর দাবিতে অটুট থাকবে বলে জানায় ।
এর আগে সোমবার (১৬ জুন) আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ তিন দফা দাবিতে লং মার্চের ডাক দিয়েছেন একদল পরীক্ষার্থী। তারা মনে করে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ‘অমানবিক’। এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলন লং মার্চের ডাক দেন ।