শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত এমসি কলেজের অধ্যক্ষ রিয়াজ

অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের বিদায় সংবর্ধনা
অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের বিদায় সংবর্ধনা  © টিডিসি

ভালোবাসা দিয়ে তৈরি হয় না সব সম্পর্ক। কিছু সম্পর্ক তৈরি হয় শ্রদ্ধা, মমতা ও নেতৃত্বের বন্ধনে—যেমনটি গড়ে তুলেছিলেন মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। বৃহস্পতিবার (২৯ মে) তাঁর অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে কলেজ চত্বরে গড়ে ওঠে এক আবেগঘন পরিবেশ। শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা আর কৃতজ্ঞতার আবহে মুখর হয়ে ওঠে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ।

সকালে কলেজ প্রশাসনিক ভবনে গার্ড অব অনার দেন বিএনসিসি প্লাটুনের সদস্যরা। সালাম জানায় রোভার স্কাউটস। এরপর শিক্ষক-শিক্ষার্থী, সাবেক ও বর্তমান কর্মকর্তারা ফুল ও শুভেচ্ছা জানাতে ভিড় করেন অধ্যক্ষ রিয়াজের কাছে। অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ঘিরে শিক্ষার্থীদের আবেগ যেন উপচে পড়ে।

প্রফেসর রিয়াজ বলেন, ‘এই কলেজে একজন ছাত্র হিসেবে আমার যাত্রা শুরু হয়েছিল, শেষ করলাম অধ্যক্ষ হিসেবে। এই দীর্ঘ পথচলায় আমি চেয়েছি শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত, আধুনিক ও মানবিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে। জানি না কতটুকু পেরেছি, তবে আমি আত্মতুষ্ট যে আমি আন্তরিক চেষ্টা করেছি।’

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো. ফরিদ আহমেদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজ শাখার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।  ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক সেলিম আহমদ সাগর, ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান সৌরভ, ছাত্র মজলিশের সভাপতি আব্দুল বাছিত, ছাত্রফ্রন্টের আহ্বায়ক সুমিত কান্তি দাস, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদ, যুব রেড ক্রিসেন্টের দলনেতা ডালিম আহমেদ, বিজ্ঞান ক্লাবের সভাপতি আবু সাঈদ জাবের, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি তাহিন আহমেদ, কবিতা পরিষদের সভাপতি মইনুল হাসান আবির, বিএনসিসির ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ মনোয়ার হোসাইন, রোভার স্কাউটসের সহসভাপতি রুবেল ফারহিন, থিয়েটার মুরারিচাঁদের সাধারণ সম্পাদক সায়মা জাহান, ইংরেজি বিভাগের ইরিনা হক, রোভার স্কাউটসের সাবেক সভাপতি সেলিম মাহমুদ, ডিগ্রি ক্লাবের সভাপতি রিহান খান প্রমুখ। 

 তাঁরা বলেন, ‘রিয়াজ স্যার মানেই এক আবেগ, এক অনুভূতি। যাঁর অনমনীয় নেতৃত্ব, স্নেহশীল মনোভাব এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার কারণে এমসি কলেজ আবার প্রাণ ফিরে পেয়েছে।’

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম ও কবিতা পরিষদের প্রচার সম্পাদক অনুশুয়া অতসীর যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ রিয়াজ শুধু একজন প্রশাসক নন, তিনি ছিলেন বন্ধু, অভিভাবক, আলোর পথ দেখানো একজন আদর্শ শিক্ষক।

২০২৩ সালের ১৭ এপ্রিল তিনি কলেজের ৫৩তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৫ সালের ২৯ মে, জীবনের এক অনন্য অধ্যায় শেষ করে অধ্যক্ষ রিয়াজ বিদায় নিলেন, তবে তাঁর ছায়া থাকল এই শিক্ষাঙ্গনের প্রতিটি কোণে, শিক্ষার্থীদের প্রতিটি মনে।


সর্বশেষ সংবাদ