পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

১৬ মার্চ ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
আটক ছাত্রলীগ নেতা

আটক ছাত্রলীগ নেতা © টিডিসি সম্পাদিত

ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আজ রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন।  

আটক শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল নোবেল। তিনি ফেনী শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে। নোবেল ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।  

পুলিশ সূত্রে জানা গেছে, নোবেল ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ক্যাম্পাসে অনুপস্থিত থাকার পর রোববার পরীক্ষা দিতে আসেন তিনি। ক্যাম্পাসে ঢুকতেই ছাত্র প্রতিনিধিরা তাকে আটক করেন। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।  

ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ছাত্র প্রতিনিধি সালাউদ্দিন বলেন, গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নোবেলের সম্পৃক্ততা রয়েছে। সেদিনের হামলার ছবি ও ভিডিও বিশ্লেষণ করলে তার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। এতদিন তিনি ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। তবে পরীক্ষার সুযোগে আসতেই শিক্ষার্থীরা তাকে চিনতে পারে এবং আটক করে।

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে ৮ দিনই ছুটির সুযোগ সরকারি চাকরিজী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখব না: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিধি লঙ্ঘন, হামলা ও নারী কর্মীদের হেনস্থাসহ বিএনপির বিরুদ্ধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত
  • ২৪ জানুয়ারি ২০২৬