পাথর ভেবে বছরের পর বছর বোমার ওপর ধোয়া হচ্ছিল কাপড়, অতপর...

২৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ PM
উদ্ধার করা ‘বোম’

উদ্ধার করা ‘বোম’ © টিডিসি ফটো

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী (৮নং ওয়ার্ড) এলাকায় পাথর ভেবে দীর্ঘদিন কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে সংরক্ষণে নেয়। 

আজ রবিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত অবিস্ফোরিত অথবা অকার্যকর একটি বোমা।

তিনি বলেন, বোমাটির সংরক্ষণ স্থানটি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে বোমাটির কার্যকারিতা এবং এর ভেতরে বিস্ফোরক রয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে ওই এলাকার একটি পুকুরে বস্তুটি পাওয়া যায়। পরে পাথর ভেবে পুকুরপাড়ে রেখে স্থানীয়রা নিয়মিত কাপড় ধোয়ার কাজে এটি ব্যবহার করে আসছিলেন।

রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া বলেন, “বস্তুটির আকৃতি দেখে ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা। সে সময় এই অঞ্চলে জাপানি বাহিনী যুদ্ধ পরিচালনা করেছিল। যদি এর ভেতরে বিস্ফোরক থাকে, তবে জননিরাপত্তার স্বার্থে তা নিষ্ক্রিয় করা জরুরি। আর বিস্ফোরক না থাকলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে সংরক্ষণ করা যেতে পারে, কারণ এটি রামুর ইতিহাসের অংশ।”

নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি স্কুল
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেতনভাতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে ঘুষসহ অবৈধ লেনদেনও বাড়ে, বোঝা ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোন লাভ হবে না: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাদির ঘটনা কেবল ব্যক্তি হত্যা নয়, রাষ্ট্রীয় ব্যর্থতা ও বিচা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ হতে পারে বুধবার
  • ২৫ জানুয়ারি ২০২৬