গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার নারী © সংগৃহীত
রাজবাড়ী রেলস্টেশন এলাকা থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৫ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজবাড়ী জেলার সদর থানাধীন রাজবাড়ী রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০-এর একটি দল। এ সময় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৫ কেজি গাঁজা এবং ৩ হাজার টাকা মূল্যমানের ১ বোতল বিদেশি মদসহ মোছা. শিরিন শান্তি (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শিরিন শান্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাহেরমাদী মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মো. আশরাফুলের স্ত্রী।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ী রেলস্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংস করছে এবং সামাজিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আলোকে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে