সবজি খেতে কাজ করছেন মো. ইয়াসিন © টিডিসি
ভোলার চরফ্যাশন উপজেলায় সার্জন পদ্ধতিতে সবজি চাষ এখন একটি জনপ্রিয় ও লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে শিক্ষিত তরুণ কৃষকদের মধ্যে। তাদেরই একজন চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তরুণ কৃষক মো. ইয়াসিন (২৭)।
পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে ইয়াসিন বেছে নেন কৃষিকেই। প্রায় ৬ বছর আগে মাত্র ৪৮ শতাংশ জমিতে সবজি চাষের মাধ্যমে তাঁর কৃষি জীবনের যাত্রা শুরু হয়। পরিশ্রম ও অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে তিনি বাড়ান আবাদি জমির পরিমাণ। বর্তমানে সারা বছর বিভিন্ন সবজি চাষ করলেও শীত মৌসুমে টমেটো চাষেই বেশি মনোযোগ দেন তিনি।
চলতি মৌসুমে ইয়াসিন ১০০ শতাংশ জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের টমেটো চাষ করেছেন। এতে তার মোট খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। ইতোমধ্যে চার দফায় টমেটো বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় ৩০ হাজার টাকা। গাছগুলোতে এখনও প্রচুর ফল থাকায় সামনে আরও ভালো আয় হবে বলে আশাবাদী এই তরুণ কৃষক।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, চলতি বছর চরফ্যাশন উপজেলায় মোট ৪০৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের টমেটো চাষ হয়েছে। আগাম চাষাবাদের কারণে কৃষকরা বাজারে ভালো দাম পাচ্ছেন। ইয়াসিনের মতো সফল কৃষকদের উদাহরণ দেখে আরও অনেক শিক্ষিত তরুণ কৃষিকাজে উদ্বুদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।