কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

০৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ PM
কৃষকের জমির কেটে ফেলা গাছ

কৃষকের জমির কেটে ফেলা গাছ © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার আলগী গ্রামের ফারুখ খলিফার মালিকানাধীন প্রায় ৫৫ শতাংশ জমিতে গত ১ জানুয়ারি বিকেলে বাদাম, আমড়া, কলা, আম, পেঁপে, লটকন, সুপারি, মেহগনি, চাম্বল ও সেরেছসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০০টি গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন— একই গ্রামের সালাম খলিফা, তার স্ত্রী কুরছিয়া বেগম, কন্যা সালমা বেগম ও তানিয়া বেগম এবং নাতি আব্দুর রহমান। ভুক্তভোগী সোহেল খলিফা অভিযোগ করে জানান, কবির, জাকির, মহসিন ও তাহসিনের সহযোগিতায় সালাম খলিফা ও তার পরিবারের সদস্যরা ওই জমি জবরদখলের চেষ্টা করছে।

সোহেল খলিফা আরও অভিযোগ করেন, গাছ কাটার ঘটনায় তিনি প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে অভিযুক্তদের হুমকির কারণে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলেও জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুস সালাম খলিফা মুঠোফোনে বলেন, আমি কিংবা আমার পরিবারের কেউ গাছ কাটেনি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন বলেন, সোহেল নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমানের নিরাপত্তা টিমে আরও তিন সাবেক সেনাকর্মকর্তা 
  • ০৬ জানুয়ারি ২০২৬
সেরা চারে থাকতে যে ছক কষছে ঢাকা
  • ০৬ জানুয়ারি ২০২৬
২০২৫ সালে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি বার পড়া হয়েছে যে ১০…
  • ০৬ জানুয়ারি ২০২৬
জকসু নিয়ে ষড়যন্ত্র করলে কড়া মাশুল গুনতে হবে: শিবির সভাপতি
  • ০৬ জানুয়ারি ২০২৬
বিপিএলে আসছেন না ভারতীয় উপস্থাপক রিধিমা
  • ০৬ জানুয়ারি ২০২৬
‘যে তালিকা দিয়েছেন ওসিকে দিব, কোনো সমস্যা হবে না’
  • ০৬ জানুয়ারি ২০২৬