আনোয়ারায় টানেল সংযোগ সড়কে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা © টিডিসি
চট্টগ্রামের আনোয়ারায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গায়েবানা জানাজা পড়েছেন সর্বস্তরের মানুষ। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা তিনটায় উপজেলা বিএনপির আয়োজনে কর্ণফুলী টানেল অ্যাপ্রোচ সড়কে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, জাকের হোসেন সাওদাগর, অ্যাডভোকেট লোকমান শাহ, আবদুল মঈন চৌধুরী ছোটন, ওমান বিএনপি সহসভাপতি সিআইপি নেচার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল কাশেম, নুর হুদা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়া, বিএনপির নেতা ইউনুস, মুনছুর মেম্বার, মো. আলম, আমিন, সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহির, মো. হাসান, শাবলু, নাছির, রুবেল যুবদল নেতা মো. ছৈয়দ, মো. রাশেদ, সাইফুল, কিং আরিফ, আজম খাঁন, ফোরকান, কাশেম, সালাউদ্দিন, সাজ্জাদ, ছাত্রদল নেতা শফিউল আলম চোধুরী, মো. রাশেদ, এমদাদ, মাহিম, সজীব, আজিজ, নিশানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের থেকে বিদায় নিয়েছেন। তার এ বিদায় দেশ ও দেশের গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। সারা দেশ আজ শোকাহত। আমরা আমাদের মহান নেত্রীর মাগফেরাত কামনা করছি।’