আগুনে পুড়ল সেন্ট মার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’, এক কর্মচারীর মৃত্যু, উদ্ধার ১৫

আগুনে পুড়ল সেন্ট মার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’
আগুনে পুড়ল সেন্ট মার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’  © টিডিসি ফটো

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির এক কর্মচারী নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় জাহাজের ক্রুসহ অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোঙর করার আগমুহূর্তে হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং নদীর মোহনায় দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি।

নিহত কর্মচারীর নাম নুর কামাল (৩৫)। তিনি জাহাজটির নিয়মিত কর্মচারী ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সময় স্থানীয় ট্রলার ও স্পিডবোটের সহায়তায় আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন। এতে জাহাজের ক্রুসহ ১৫ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। সৌভাগ্যক্রমে কোনো যাত্রী জাহাজে উঠেননি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুনের খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কোস্টগার্ড ও প্রশাসনের স্বেচ্ছাসেবক দলও আগুন নেভাতে সহায়তা করে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, আজ জাহাজটিতে করে ১৯৪ জন পর্যটকের সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রীরা সবাই ঘাটে অপেক্ষমাণ থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে ধারণক্ষমতা অনুযায়ী সেন্ট মার্টিন পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাত্রা করবেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আ. মান্নান সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে একটি জরুরি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনায় নৌযান নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!