ভিএসও বাংলাদেশের বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে প্রথম উজ্জল মিয়া
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ PM
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিএসও বাংলাদেশ আয়োজিত জাতীয় অনুষ্ঠানে দেশের হাজারো তরুণকে পেছনে ফেলে সেরা ১৫ জনের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন নেত্রকোনার পূর্বধলার তরুণ স্বেচ্ছাসেবক উজ্জল মিয়া। স্বেচ্ছাসেবামূলক কাজে তার দীর্ঘদিনের নিষ্ঠা, মানবকল্যাণে ভূমিকা এবং তরুণ সমাজকে সংগঠিত করার নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সিনেট ভবনে অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে উজ্জল মিয়ার হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। অনুষ্ঠানে জাতীয় যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ বিভাগের সভাপতি হিসেবে বর্তমানে উজ্জল মিয়া চার জেলার দুই শতাধিক তরুণকে নেতৃত্ব দিচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা, আধুনিক কৃষি, জলবায়ু পরিবর্তন, পুষ্টিবাগান, শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে তাঁর দলের কাজ বিভাগজুড়ে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে উজ্জল মিয়া বলেন, ‘এই স্বীকৃতি আমার একার নয়, এটা সেই প্রতিটি তরুণের, যারা নিজের সময়, স্বপ্ন আর শক্তি সমাজ পরিবর্তনের কাজে ব্যয় করতে ভালোবাসে। প্রথমবার যখন স্কুলে এক আপুর বাল্যবিবাহ ঠেকাতে এগিয়ে গিয়েছিলাম, তখন ভাবিনি এই পথ আমাকে এত দূর নিয়ে আসবে।’
তিনি আরও বলেন, ‘সিনেট ভবনের মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার হাতে নেওয়ার মুহূর্তে মনে হয়েছে জন্মস্থান, ছেলেবেলার পথ আর ছোট ছোট সেবামূলক কাজগুলোই আমাকে এখানে এনেছে। এই অর্জন আমার কাছে আরও বড় দায়িত্ব—আরও বেশি মানুষের জন্য কাজ করা, আরও বেশি তরুণকে সঙ্গে নেওয়া এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও মানবিক ভবিষ্যৎ তৈরি করা।’