টানা ৪০ দিন ফজরের জামাতে অংশ নেওয়ায় ৩৭ শিশু-কিশোরকে সাইকেল উপহার

০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ PM
শিশু কিশোরদের সাইকেল উপহার

শিশু কিশোরদের সাইকেল উপহার © সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করায় ৩৭ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। আগামী প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে আরও অনুপ্রাণিত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ উদ্যোগ গ্রহণ করে আল-ইহদা ফাউন্ডেশন।

শনিবার বিকেলে শুকুন্দী ইউনিয়নের সাভারদিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজিব। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির এই যুগে শিশু-কিশোরদের একটি বড় অংশ নামাজ ও নৈতিক চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মসজিদমুখী করতে এবং তাদের চরিত্র গঠনে আধুনিক ও আকর্ষণীয় পুরস্কারের মাধ্যমে উৎসাহ দেওয়া অত্যন্ত কার্যকর। তারা আরও বলেন, এ ধরনের কার্যক্রম কিশোর অপরাধ, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরস্কার পাওয়া শিশু-কিশোররা জানায়, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মসজিদে যাওয়া তাদের জন্য প্রথমে কিছুটা কঠিন ছিল। তবে ধীরে ধীরে অভ্যাস তৈরি হয় এবং এতে তারা আনন্দও পেতে শুরু করে। সাইকেল পুরস্কার পেয়ে তারা আরও উৎসাহী হয়েছে ভবিষ্যতে নিয়মিতভাবে নামাজ আদায় করতে।

অভিভাবকরাও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সন্তানদের ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করতে বাড়িতে যতটা চেষ্টা করা হয়, তার চেয়েও বেশি কার্যকর প্রভাব ফেলেছে এ আয়োজন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আগামীতে আরও বিস্তৃত হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

আল-ইহদা ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে বিভিন্ন এলাকায় এমন আয়োজন করার পরিকল্পনাও তাদের রয়েছে।

স্থানীয়ভাবে ব্যতিক্রমী এই উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসা কুড়িয়েছে শিশু-কিশোরদের মধ্যে অনুপ্রেরণাদায়ী কার্যক্রম হিসেবে।

প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু, আজ শুনানি হবে ৭০টি
  • ১০ জানুয়ারি ২০২৬
হোয়াটসঅ্যাপে আরও ক্রিয়েটিভ স্ট্যাটাস দেবেন যেভাবে
  • ১০ জানুয়ারি ২০২৬
এআই যুগে সঠিক তথ্য খুঁজে দেবে গুগলের নতুন সেটিং
  • ১০ জানুয়ারি ২০২৬
শীতকালকে মুমিনের বসন্তকাল বলা হয় কেন?
  • ১০ জানুয়ারি ২০২৬
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • ১০ জানুয়ারি ২০২৬
ইরানের বিক্ষোভ ছড়িয়েছে ৩১ প্রদেশে, ইন্টারনেট বন্ধের মধ্যে ন…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9