ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ সম্বোধনকে কেন্দ্র করে দুই ক্লাসের সংঘর্ষ, পরীক্ষায় বর্জনের ঘোষণা

০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ AM
খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়

খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে সামান্য ‘তুই’ সম্বোধনকে কেন্দ্র করে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে ঘটে যাওয়া এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীসহ একজন শিক্ষক আহত হন। 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষকরা হস্তক্ষেপ করলে সংঘর্ষ থেমে যায়। তবে ক্ষোভ প্রকাশ করে নবম শ্রেণির শিক্ষার্থীরা চলমান পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিদ্যালয় ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে নবম শ্রেণির একজন শিক্ষার্থী দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের সময় তাকে ‘তুই’ বলে সম্বোধন করে। এতেই ক্ষুব্ধ হয়ে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী নবম শ্রেণির ওই শিক্ষার্থীর ওপর চড়াও হয়ে মারধর করে। এক পর্যায়ে দুই শ্রেণির শিক্ষার্থীদের বড় একটি অংশ হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হলে কয়েকজন শিক্ষার্থী মিলে একে অপরের ওপর হামলার চেষ্টা করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে বিদ্যালয়ের শিক্ষক শাহিন আহমেদ লাঠির আঘাতে আহত হন। পরে সকল শিক্ষক ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি শান্ত হয়।

নবম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, তুচ্ছ কারণে দশম শ্রেণির শিক্ষার্থীরা আমাদের বন্ধুকে মারধর করে। আমরাও মার খেয়ে পরীক্ষা দিতে পারি না তাই আমরা পরীক্ষা বর্জন করেছি।

আরেক শিক্ষার্থী রাজন আহমেদ বলেন, আমাদের ওপর অন্যায়ভাবে হামলা হয়েছে। এর সুষ্ঠু বিচার না পেলে কোনো পরীক্ষায় অংশ নেব না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ বলেন, একটি তুচ্ছ বিষয় নিয়ে দুই শ্রেণির শিক্ষার্থীরা হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা শিক্ষকরা দ্রুত বিষয়টি সামাল দিই। যারা সংঘর্ষে জড়িয়েছে তাদের পরীক্ষা থেকে বিরত রেখে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা পরে নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, ঘটনার তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কঠিনতম বক্তৃতাতেও বেগম জিয়ার রাজনৈতিক সংস্কৃতি থেকে সরলেন ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫