কক্সবাজারে মাদকের মামলায় দুজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা পাচারের ঘটনায় আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আবদুর রহিম দুই আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন।

তথ্যটি নিশ্চিত করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩৩) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৮)।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০১৬ সালের ১৬ জুন রাতে মিয়ানমার সীমান্তঘেঁষা হ্নীলা এলাকার এমজি ব্যাংকার পয়েন্টে মাদকের একটি বড় চালান ঢোকার খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে পাঁচজন লোক দুটি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিজিবি তাদের থামার নির্দেশ দেয়। কিন্তু তারা পালাতে চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা হয় পাচারকারীদের ফেলে যাওয়া দুটি বস্তা। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ইয়াবা, যার বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।

পরদিন বিজিবির একজন সদস্য বাদী হয়ে ছয়জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নিশ্চিত হন যে আটক দুই আসামি ঘটনাটির সঙ্গে সরাসরি জড়িত। সেই প্রমাণের ভিত্তিতেই বিচারক তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ