জামালপুর

জামায়াতের ৫০ কর্মীর বিএনপিতে যোগদানের তথ্য সঠিক নয়: জামায়াত

২৯ নভেম্বর ২০২৫, ১১:৪৬ PM
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা

সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা © সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে জামায়াতে ইসলামীর কর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন এমন অসত্য ও ভিত্তিহীন খবর প্রকাশের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা।

শনিবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সহকারী সেক্রেটারি ও প্রচার গণমাধ্যম বিভাগের প্রধান আব্দুর রহমান ওমর।

তিনি বলেন, কুলকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামায়াতের তিনজনসহ অর্ধশত নেতার বিএনপিতে যোগদানের খবরটি সম্পূর্ণ মিথ্যা। ওই ওয়ার্ডে জামায়াতে ইসলামী’র নিয়মিত কমিটি সুসংগঠিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিবেদনে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা কখনোই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না—বরং তারা দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাদের ‘পুনরায় যোগদান’ দেখানো নিছক হাস্যকর অপপ্রচার ছাড়া আর কিছু নয়।

আব্দুর রহমান ওমর আরও বলেন, ইসলামপুরে জামায়াতে ইসলামী যখন দিন দিন জনসমর্থন অর্জন করছে, তখন নির্বাচন ঘনিয়ে আসার প্রাক্কালে কিছু পক্ষপাতদুষ্ট সাংবাদিক ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য প্রচার করছেন। তিনি এসব বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। দেশের গণমাধ্যম সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আবারও পররাষ্ট্র উপদেষ্টা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, গাইবান্ধায় ১৪৪ ধারা জারি
  • ০৯ জানুয়ারি ২০২৬