চালসহ তিন পণ্যের দাম কমেছে, বেড়েছে সবজির দাম

২৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ AM
নিত্যপণ্যের দাম স্বস্তি

নিত্যপণ্যের দাম স্বস্তি © সংগৃহীত

রাজধানীর বাজারে চালসহ তিনটি নিত্যপণ্যের দাম স্বস্তিমূলকভাবে কমেছে। একই সঙ্গে পেঁয়াজের বাজারেও আর নেই আগের সেই অস্থিরতা। নতুন পাতাযুক্ত পেঁয়াজ বাজারে আসায় এর ইতিবাচক প্রভাব পড়েছে সার্বিক বাজারে। তবে হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের নতুন করে অস্বস্তিতে পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে নিত্যপণ্যের এই মূল্যচিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান, চলতি আমন মৌসুমের ধান–চাল বাজারে আসায় চালের দাম এখন নিম্নমুখী। তাদের ভাষায়, সবজির উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দামের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে শীত মৌসুমের সবজির সরবরাহ পুরোপুরি শুরু হলে দাম কমে আসবে বলে তারা আশা করছেন।

বাজারে ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়, ঢ্যাঁড়শ ৫০ থেকে ৬০ টাকায়, মুলা ৩০ থেকে ৪০ টাকায়, পটোল ৬০ থেকে ৭০ টাকায়, বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, করল্লা ৮০ টাকায়, নতুন আলু ১২০ থেকে ১৪০ টাকায় এবং পুরোনো আলু ২০ থেকে ২৫ টাকায়। কাঁকরোল ও ঝিঙে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপির প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এসব সবজির দাম গত সপ্তাহে প্রতি কেজিতে অন্তত ১০ টাকা কম ছিল।

আরও পড়ুন: ফার্মেসিতে পিস্তল উঁচিয়ে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

তবে সবজির দাম বেড়ে গেলেও কাঁচামরিচ এবং পেঁয়াজের দাম নিচের দিকে। প্রতি কেজি কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকায় আর পেঁয়াজ ১০০ থেকে ১২‍০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নতুন পাতাযুক্ত পেঁয়াজ এসেছে, যা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কাওরানবাজারের সবজি ব্যবসায়ী রোকন বলেন, ‘বাজারে সবজির সরবরাহ বাড়লেও উৎপাদন খরচ বাড়ায় দাম সেভাবে কমেনি। এখনো শীতমৌসুমের সবজি পুরোপুরি বাজারে আসেনি। আমদানি বাড়লে সবজির দাম অবশ্যই কমে আসবে।’

এদিকে বাজারে চালের দাম কমার বিষয়টি ক্রেতাদের জন্য স্বস্তির খবর। প্রতি কেজিতে ২ টাকা কমে গতকাল সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৭০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদর প্রতিবেদনে সরু চালের দাম কমার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৫৪ থেকে ৬০ টাকায় এবং মাঝারিমানের চাল পাইজাম/লতা ৫৮ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে।

ভোক্তাদের জন্য আরও একটি সুখবর হলো—সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি ও চিনির দামও কমেছে। প্রতি কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বৃহস্পতিবার ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। আর চিনির দাম কেজিতে ৫ টাকা কমে ৯০ থেকে ১১০ টাকায় নেমেছে।

নিখোঁজের দুই বছরের পর বরগুনার ১৭ জেলের সন্ধান মিললো ভারতের …
  • ০৯ জানুয়ারি ২০২৬
সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
  • ০৯ জানুয়ারি ২০২৬
ওয়ান ব্যাংকে চাকরি, আবেদন শেষ ২২ জানুয়ারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৩৩ জ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না : মির্জা ফখরুল
  • ০৯ জানুয়ারি ২০২৬
বিড়িতে সুখ টান দিয়েও জামায়াতের ভোট চাইলে আল্লাহ মাফ করে ভাল…
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9