মেহেদির রঙ না মুছতেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া নববধূ ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাত্র দুই সপ্তাহ আগে বিয়ে হওয়া এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর মিনারকোট গ্রামের পিত্রালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নববধূর নাম মোছা. সুমাইয়া আক্তার লিজা (২২)। তিনি ওই গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে এবং একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। দুই সপ্তাহ আগে আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মুন্না মিয়ার সঙ্গে তার বিবাহ হয়।

আরও পড়ুন: পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে উপাচার্যকে চাপ প্রয়োগের অভিযোগ সাবেক দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে

স্থানীয়দের দাবি, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে লিজার সম্পর্ক ভালো যাচ্ছিল না। বিষয়টি নিয়ে সে মানসিক চাপে ছিল। ঘটনার দিন দুপুরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। তা দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ সংবাদ