বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ PM
বিতরণ লাইন মেরামত ও সংরক্ষণ কাজের কারণে বুধবার (১২ নভেম্বর) সিলেটের বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: ৫০তম বিসিএসের ক্যাডার পদ সংখ্যা চূড়ান্ত, নন-ক্যাডারে আটকা বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডার-এর আওতাধীন শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া ও টাইম স্কয়ার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একইভাবে ১১ কেভি উপশহর ফিডার-এর আওতাধীন উপশহর ব্লক-এ, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক-সি, তেররতন, ব্লক-জে, ট্রাফিক অফিস ও আশপাশের এলাকাসমূহেও বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সাময়িক এই অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।