১২২ টাকা ফি, ১৪ পদে চাকরি

০৪ নভেম্বর ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:২৫ AM
১২২ টাকা ফি ১৪ পদে চাকরি

১২২ টাকা ফি ১৪ পদে চাকরি © সংগৃহীত

১১২ টাকা ফি দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরির ১৪টি পদে নিয়োগ পেয়েছেন প্রার্থীরা। সোমবার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সম্মেলনকক্ষে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র ও ফুল তুলে দেন।

এই ১৪ পদের বিপরীতে মোট ১ হাজার ২৩৩ জন আবেদন করেছিলেন। গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা এবং একই দিন ফলাফল প্রকাশ করে জেলা প্রশাসন। ২৮ অক্টোবর মৌখিক পরীক্ষা শেষে ২ নভেম্বর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর গতকাল নিয়োগপত্র প্রদান করা হয়।

নিয়োগপত্র পেয়ে প্রতিক্রিয়ায় আড়াইহাজারের দয়াকান্দা এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ্ বলেন, খুব আনন্দিত লাগছে। সুন্দর ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হওয়ায় নিয়োগপত্র হাতে পাওয়ায় খুব ভালো লাগছে।

নিয়োগ হাতে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে জুবাইদা মারুফা বলেন, ‘আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। এ ধরনের নিয়োগে যোগ্যরা এগিয়ে যাবে।’

ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘সরকারি চাকরিতে নিয়োগ মানেই ‘যদি, কিন্তু’—এ ধারণা সমাজে প্রচলিত হয়ে গেছে। আমরা সেই ধারণা ভাঙতে চেয়েছি। শুরু থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, এই নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মাত্র ১১২ টাকায় সম্পন্ন করব, সেটি করেছি।’

জেলা প্রশাসক বলেন, ‘আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনা ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে অগ্রগতি নিশ্চিত করা। আমাদের নৈতিক দায়িত্ব ছিল, শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা।’

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬