ইজিবাইক ধর্মঘটে শিক্ষার্থীদের মানবিক উদ্যোগ, পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাইক সার্ভিস
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৫:১২ PM
জামালপুরে ইজিবাইক ধর্মঘটে শহরে যানবাহন সংকটে পড়েন সাধারণ মানুষসহ পরীক্ষার্থীরা। এমন সময় মানবিক উদ্যোগ নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের একদল শিক্ষার্থী নিজেরাই চালু করেন ‘ফ্রি বাইক সার্ভিস’, যা শতাধিক পরীক্ষার্থীকে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করে।
রবিবার (২ নভেম্বর) সকাল থেকে শহরের প্রধান সড়কে ইজিবাইক ও রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিশেষ করে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ পরিস্থিতিতে কলেজের ছাত্রছাত্রীরা এগিয়ে আসেন মানবিক উদ্যোগ নিয়ে। নিজেদের মোটরসাইকেল ব্যবহার করে তারা সরকারি জাহিদা শফীর মহিলা কলেজসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় পৌঁছে দেন।
দূরপাল্লা থেকে আসা শিক্ষার্থীদের সিএনজি স্ট্যান্ড থেকেও কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। ফলে শতাধিক পরীক্ষার্থী সময়মতো পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন।
ফ্রি সার্ভিসে অংশ নেওয়া শিক্ষার্থী হৃদয় শাওন বলেন, ‘যানবাহন না থাকায় অনেকেই সমস্যায় পড়েছিল। ভাবলাম, নিজেরাই কিছু করলে উপকার হবে। আমাদের লক্ষ্য ছিল কেউ যেন পরীক্ষায় দেরি না করে।’
অন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী শাহরিয়ার বায়েজিদ বলেন, ‘সংকটের সময় পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। এই কাজের মাধ্যমে সেটাই প্রমাণ করতে চেয়েছি।’
ছাত্রী আফরিন জান্নাত আঁখি বলেন, ‘মেয়েদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানোকে আমরা অগ্রাধিকার দিয়েছি। সবাই মিলে সহযোগিতায় কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’
পরীক্ষার্থী রাকিব হাসান জানান, এই সার্ভিস না থাকলে আজকের পরীক্ষায় দেরি হতো। ভাইয়াদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আরেক পরীক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, ‘ভাইয়া-আপুরা যেভাবে সহযোগিতা করেছেন, মনে হয়েছে আমরা সবাই একই পরিবারের।’
শহরের সাধারণ মানুষও শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগের প্রশংসায় ভাসছেন। তারা বলছেন, সংকটকালে তরুণদের এমন উদ্যোগই সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।