গোপালগঞ্জে ১২ কোটি টাকার ট্রমা সেন্টার চলছে সাধারণ চিকিৎসা

১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টার
১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টার  © টিডিসি

গোপালগঞ্জে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া এলাকায় নির্মিত এই সেন্টারে সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার ব্যবস্থা থাকার কথা থাকলেও বর্তমানে এটি কার্যত একটি কমিউনিটি ক্লিনিকের মতো পরিচালিত হচ্ছে, যেখানে জ্বর, সর্দি ও কাশির রোগীদের সাধারণ চিকিৎসা দেওয়া হচ্ছে।

২০২০ সালে উদ্বোধন করা সেন্টারে বর্তমানে মাত্র দুজন নার্স ও একজন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার কাজ করছেন। নির্ধারিত বিশেষজ্ঞ চিকিৎসক পদগুলো এখনও শূন্য। স্থানীয়রা জানান, বছরের পর বছর অব্যবহৃত থাকার কারণে ভবনের কিছু অংশ নষ্ট হয়েছে এবং কিছু মূল্যবান সরঞ্জাম চুরি হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক বলেন, ‘জনবল সংকটের কারণে ট্রমা সেন্টারটি চালু করা যাচ্ছে না। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে দ্রুত এটি চালু করা সম্ভব।’

এলাকাবাসী আশা করছেন, সেন্টারটি চালু হলে দুর্ঘটনায় আহতদের তৎক্ষণাত চিকিৎসা পাওয়া যাবে এবং প্রাণহানির ঝুঁকি কমবে।


সর্বশেষ সংবাদ