দেশের পরিবর্তন চাইলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে: কর্নেল অলি

কর্মিসভায় বক্তব্য দিচ্ছেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ (অব.)
কর্মিসভায় বক্তব্য দিচ্ছেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ (অব.)  © টিডিসি

বীর মুক্তিযোদ্ধা (বীর বিক্রম), এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ (অব.) বলেন, ‘দেশের যদি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান, তাহলে আগে আপনাদের পরিবর্তন হতে হবে। আপনারা মার্কা দেখে নয়, যে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে, যাকে সব সময় পাশে পাবেন এবং প্রার্থীর যোগ্যতা থেকে ভোট দেবেন। ধর্মীয় অনুশোচনা মেনে চলবেন।’

শনিবার (১৮ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

অলি আহমদ বলেন, ‘বাংলাদেশ গবিব দেশ না, কিন্তু রাজনীতিবিদরা হচ্ছে দুর্নীতিবাজ। আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলে যাচ্ছি এরা প্রথমে নমিনেশন চায়, তারপর পাস করে তাদের বাড়ির প্রয়োজন, গাড়ি প্রয়োজন। তারপর তারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে দেশটাকে গরিব বানিয়ে ফেলে। আওয়ামী লীগ যদি বাংলাদেশ থেকে ১৩৪ বিলিয়ন ডলার পাচার না করত, তাহলে বাংলাদেশ ধনী রাষ্ট্র হিসেবে বিবেচিত হতো।’

তিনি বলেন, ‘আমি এ দেশে কয়েকবার এমপি-মন্ত্রী হয়েছে। আমি যদি চেষ্টা করতাম হাজার কোটি টাকার মালিক হতে পারতাম। কিন্তু আমি সেটা চাইনি।’

এলডিপির মহাসচিব ড.রেদোয়ান আহমেদ বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত  আমাদের পানির সঠিক হিস্যা দিচ্ছে না। বিএনপির নেতৃত্বে সরকার গঠন হয়, তাহলে আমরা সঠিক হিস্যা নিশ্চিত করব। সীমন্ত হত্যা বন্ধ করব ফেলানীর মতো আর সীমান্ত হত্যা হতে দেব না।’

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির যুগ্ম মহাসচিব চাঁদপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. বিল্লাল হোসেন মিয়াজী।

মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধান এর সভাপতিত্বে মতলব উত্তর উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মহিব উল্লা খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী এলডিপির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী। এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব এলডিপির গণতান্রিক কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপিকা তারিনা খাতুন, এলডিপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম নিলু, শ্রমিক দলের আহ্বায়ক এসএল আল মামুন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম,  ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার প্রমুখ।


সর্বশেষ সংবাদ